আজকাল ওয়েবডেস্ক: বিধানসভা ভোট আসন্ন। নতুন বছর পড়লেই বাংলায় নির্বাচনের দামামা বেজে যাবে। রাজ্যে এখন চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এর কাজ। যা নিয়ে বরাবরই সরব ছিলেন মমতা। বুধবারও সরব হলেন মালদহের গাজোলের সভা থেকে।
বাংলার ভোটারদের অধিকার রক্ষার্থে মমতা সভার শুরুতেই জানিয়ে দেন, ভোট চাইতে আসিনি, আপনাদের দুশ্চিন্তায় পাশে থাকতে এসেছি। মমতা বলেন, ‘ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন।’ মমতা এও বলেছেন, ‘ডিটেনশন ক্যাম্পে কাউকে যেতে হবে না। কারও নাম বাদ যাবে না।’ এই ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ‘এসআইআরের নামে গণবন্দি করা হচ্ছে। মানুষ এর জবাব দেবে’। অন্যদিকে এদিন ফের একবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন তৃণমূল নেত্রী।
তাঁর সরকার পশ্চিমবঙ্গবাসীর জন্য কী কী জনকল্যাণমূলক প্রকল্প করেছে। তাতে কারা কী উপকার পাচ্ছেন, তারও ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী। এও জানান, ‘আজীবন লক্ষ্মীর ভান্ডার থাকবে।’
এসআইআর নিয়ে ভয় না পাওয়ার বার্তা দিয়ে মমতা বলেছেন, ‘বিজেপি এসআইআর করে নিজের কবর নিজেরাই খুঁড়েছে।’ বাংলা এবং বিহার যে এক নয় তাও এদিন বুঝিয়ে দেন মমতা। নিজেকে মানুষের পাহাড়াদার বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বিরুদ্ধে টাকা আটকে রাখার অভিযোগও করেন মমতা। পাশাপাশি মানুষের উদ্দেশে বলেন, ‘এসআইআর ফর্ম পূরণ করুন। নয়তো আপনাদের নাম কেটে দেবে। পরিযায়ী শ্রমিকদেরও বলছি ফর্ম পূরণ করুন।’ ওয়াকফ আইন নিয়ে মালদহ থেকে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা ওয়াকফ আইন তৈরি করিনি। বিজেপি সরকার করেছে। এখানে কারও সম্পত্তিতে হাত দিতে দেব না।’ পাশাপাশি বিজেপিকে তোপ দেগে এটাও জানিয়ে দেন, ‘জোর করে যদি আপনারা জরুরি অবস্থা জারি করতে চান, তবে মানুষ ক্ষমা করবে না।’
এদিকে, মালদহ ও মুর্শিদাবাদে গঙ্গা ভাঙন নিয়েও মুখ খোলেন মমতা। গাজোলের সভা থেকে ভাঙন ইস্যুতে কেন্দ্রকে তোপ দাগেন মমতা। ভাঙন রোধে কেন্দ্রের বিজেপি সরকার কিছু করেনি, সরাসরি এই অভিযোগ তাঁর। ভাঙন রোধে রাজ্য সরকার ২০০ কোটি টাকা দিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। মমতার কথায়, ‘গঙ্গা আমাদের হাতে নেই। ভাঙন রোধ কেন্দ্রের হাতে।’ ফরাক্কায় ড্রেজিং হয় না, সেই অভিযোগও করেন মমতা।
