আজকাল ওয়েবডেস্ক: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত ফলক বদলের নির্দেশ। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। বলা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব নতুন ফলক বসাতে হবে। জানানো হয়েছে, নতুন ফলকে বিশ্ববিদ্যালয়ের আচার্য অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী কিংবা উপাচার্যের নাম থাকবে না। ফলকে কী লেখা থাকবে তাও জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে।

নতুন ফলকের জন্য কেন্দ্রের পাঠানো অনুচ্ছেদে বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা হিসাবে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। প্রতিষ্ঠান সম্পর্কে ছোট একটি বর্ণনা দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, এই বিশ্ববিদ্যালয় ১৯০১ সালের গ্রামীণ বাংলায় স্থাপিত হয়েছিল। ভারতের প্রাচীন সংস্কৃতি অনুযায়ী সর্বজনীন মানবতার পাঠ পড়ানো হত এই শিক্ষা প্রতিষ্ঠানে।

জানা গিয়েছে, ইংরেজিতে পাঠানো লেখাটি অনুবাদ করতে হবে বাংলা এবং হিন্দিতে। ওই লেখাটিই লেখা থাকবে নতুন ফলকে। ইংরেজি লেখাটি অনুবাদ করতে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তার মধ্যে চারজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং দুজন ইসির সদস্য।