আজকাল ওয়েবডেস্ক: এসআইআর শুনানির লাইনে দাঁড়িয়ে মৃত্যু হল এক ব্যক্তির। প্রাথমিকভাবে সকলে সন্দেহ করছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রমজান আলি (৩৮) নামে ওই ভোটারের। যদিও ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এখনও সরকারিভাবে কেউ কিছু জানাননি। 

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বারাসতে এসআইআর শুনানির জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। বারাসত দু'নম্বর ব্লকের বিডিও অফিসে তাঁকে এবং তাঁর মাকে ডেকে পাঠানো হয়েছিল। মধ্যমগ্রাম বিধানসভার রোহন্ডা চন্ডীগড় পঞ্চায়েতের বাসিন্দা ছিলেন রমজান। বৃহস্পতিবার তাঁদের বিডিও অফিসে ডেকে পাঠানো হয়। সমস্ত নথি নিয়ে হাজির হয়েছিলেন তাঁরা। 

জানা গিয়েছে, লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই অসুস্থ বোধ করেন রমজান। সেখানেই আচমকা লুটিয়ে পড়েন তিনি। লাইনে দাঁড়িয়ে আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে মনে করছেন অনেকেই। শেষপর্যন্ত তাঁর মৃত্যু হয়। রমজান আলির মায়ের অভিযোগ, সকাল থেকেই তাঁর ছেলে তাঁকে জড়িয়ে ধরে বারবার বলতে থাকে ভোটার তালিকায় যদি নাম না ওঠে তাহলে তাঁদের দু'জনকে আলাদা করে দেবে। সেই আতঙ্ক ছেলের মধ্যে ছিল। রমজান এদিন এসে লাইনে দাঁড়িয়েও কান্নাকাটিও করছিলেন বলে তাঁর মা জানিয়েছেন। এরপরেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। 

পাশাপাশি জানা যায় মৃত রমজান আলির দুই সন্তান আছে। পেশায় গাড়ি চালক ছিলেন তিনি। স্ত্রী তাওয়াসুল খাতুন বাইরে কাজ করেন। দুই সন্তান স্ত্রীর সঙ্গে থাকেন। ঘটনার খবর পেয়ে এলাকায় আসেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। রমজানের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। রথীন অভিযোগ করেন, এসআইআর নিয়ে রাজ্যে প্রায় ৫০ জনের মৃত্যু হল। এর জন্য অমানবিক এবং অপরিকল্পিত এসআইআর পদ্ধতিকেই দায়ী করেন তিনি।