অতীশ সেন, ডুয়ার্স : পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে অভিনব কায়দায় ডুয়ার্সের চালসায় ভাইফোঁটা পালিত হল। গাছকে ভাইফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু কামনা করলো চালসার পরিবেশপ্রেমীরা। বুধবার সকালে চালসার পরিবেশপ্রেমী মানবেন্দ্র দে সরকার ও সুমন চৌধুরীর নেতৃত্বে একদল ছেলে মেয়ে চালসা সংলগ্ন টিয়াবন এলাকায় যায়। সেখানে তারা বিশাল একটি শাল গাছে ভাইফোঁটা দিয়ে গাছের দীর্ঘায়ু কামনা করে, সঙ্গে মিষ্টি বিতরণ করা হয়। পরিবেশ ও গাছ বাঁচানোর বার্তা ছড়িয়ে দিতে এবং জনসচেতনতা বাড়াতে এই অভিনব কৌশল বলে তারা জানান। গাছকে ভাইফোঁটা দেওয়া দলের সদস্যা অরিত্রি ব্যানার্জি জানান, গাছ আমাদের পৃথিবীর সবচেয়ে প্রিয় বন্ধু ও ভাই। পরিকাঠামোগত উন্নয়ন করতে চারিদিকে গাছ কাটা হচ্ছে, ক্ষতি হচ্ছে পরিবেশের। তার প্রভাব পড়ছে সর্বত্র।ভাতৃতুল্য এই গাছকে বাঁচাতে তারা বদ্ধপরিকর। তাই আজ তারা গাছকে ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু কামনা করলেন।
