বাপী মণ্ডল 

 

ভোটের আগেই একদা বামদুর্গ বলে পরিচিত নৈহাটিতে 'দান' ছেড়ে দিল সিপিএম। উপনির্বাচনে বামেরা সিপিআই (এমএল) লিবারেশনের প্রার্থীকে সমর্থনের কথা জানিয়ে দিল। আর তা নিয়ে সিপিএমের নিচুতলার কর্মীদের মধ্যে অসন্তোষ ছড়িয়েছে। যদিও নেতৃত্বের বক্তব্য, উপনির্বাচনে বৃহত্তর স্বার্থে রাজনৈতিক সহযোগী লিবারেশনকে সমর্থন করা হয়েছে। তৃণমূল অবশ্য বিষয়টি নিয়ে খোঁচা দিতে ছাড়েনি। শাসকদলের কটাক্ষ, প্রার্থী না-পেয়ে লিবারেশনকে আসন ছেড়ে সিপিএম মুখ বাঁচাতে চাইছে।

 

 

অতীতে উত্তর ২৪ পরগনার নৈহাটি বিধানসভা এলাকা সিপিএমের দুর্ভেদ্য ঘাঁটি বলে পরিচিত ছিল। ১৯৭৭ সালে বামফ্রন্ট সরকার আসার অনেক আগে থেকেই সেখানে রাজনৈতিক ক্ষমতা অবিভক্ত কমিউনিস্ট পার্টির দখলেই ছিল। রাজ্যের প্রাক্তন দাপুটে মন্ত্রী রঞ্জিত কুন্ডু নৈহাটি থেকে পরপর তিনবার বিধায়ক নির্বাচিত হয়েছেন। খাসতালুকেই বামেরা আজ অস্তিত্বের সংকটে পড়েছে। আগামী ১৩ নভেম্বর রাজ্যের অন্য পাঁচ বিধানসভার সঙ্গে নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই কেন্দ্রে তৃণমূল ও বিজেপি আগেই তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। সোমবার বামেরাও তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে। তাতে দেখা যায়, নৈহাটি কেন্দ্রে বামফ্রন্ট সমর্থিত প্রার্থী হিসেবে সিপিআই (এমএল) লিবারেশনের দেবজ্যোতি মজুমদার লড়াই করবেন। আর তারপর থেকে গঙ্গাপাড়ের রাজনীতিতে বিস্তর জলঘোলা শুরু হয়েছে। 

 

 

অতীতে দেশের অন্য রাজ্যে বামেদের সঙ্গে লিবারেশনের জোট থাকলেও বাংলায় তা দেখা যায়নি। বেনজিরভাবে এই প্রথমবার বামেদের প্রার্থী তালিকায় লিবারেশনের নাম উঠে এল। নৈহাটি বিধানসভার উপনির্বাচনে বামফ্রন্ট মনোনীত লিবারেশন প্রার্থী দেবজ্যোতি মজুমদার লড়াই করবেন। তিনি দলের জেলা কমিটির সদস্য। নৈহাটি লোকাল কমিটির সম্পাদক। অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী দেবজ্যোতি গঙ্গাপাড়ের বেশ কয়েকটি জুটমিলে কম-বেশি সংগঠন করেছেন। আলিমুদ্দিন থেকে বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণার করার পরেই নৈহাটিতে সিপিএমের নিচুতলার কর্মীদের মধ্যে হতাশা ছড়িয়েছে। লিবারেশনকে কেন আসল ছাড়া হল, তা নিয়ে তাঁরা প্রশ্ন তুলেছেন। যদিও দলের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক মৃণাল চক্রবর্তী বলেন, 'লিবারেশন সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের সঙ্গে দীর্ঘদিন সহযোগী হিসেবে কাজ করছে। বাংলায় যদিও তাদের সঙ্গে আমাদের যোগ ছিল না। রাজ্যের প্রেক্ষাপটে লিবারেশন আমাদের সঙ্গে রাজনৈতিক লড়াইয়ে থাকার আবেদন করেছে। আমরা তাদের সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি। লিবারেশন উপনির্বাচনে আমাদের কাছে নৈহাটি আসনটি চেয়েছিল। আমরা তাদের দাবি মেনে নিয়েছি।' 

 

 

সিপিআই (এমএল) লিবারেশানের পলিটব্যুরোর‌ সদস্য কার্তিক পাল বলেন, 'সর্বভারতীয় ক্ষেত্রে সিপিএমের সঙ্গে আমাদের জোট আগেই ছিল। রাজ্য অবশ্য আমাদের জোট হয়নি। রাজনৈতিক লড়াইয়ে আমরা তাদের সহযোগী হয়েছি মাত্র। নৈহাটিতে বিভিন্ন জুটমিলে আমাদের সংগঠন আছে। দেবজ্যোতি মজুমদার অত্যন্ত যোগ্য প্রার্থী। সমস্ত বাম কর্মী-সমর্থকরা তাঁকে সমর্থন করবেন।'লিবারেশনকে আসন ছাড়া নিয়ে তৃণমূল অবশ্য সিপিএমকে কটাক্ষ করতে ছাড়েনি। দলের টাউন কমিটির সভাপতি তথা নৈহাটি বিধানসভা উপনির্বাচনে‌ তৃণমূল প্রার্থী সনৎ দে বলেছেন,‌ 'সিপিএম উপনির্বাচনে লড়াই করার মতো দলে যোগ্য প্রার্থী খুঁজে পায়নি। তাই মুখ বাঁচাতে লিবারেশনকে আসনটি ছেড়ে দিয়েছে। এখানে লিবারেশনের কোনও সংগঠনই নেই। ভোটের আগেই সিপিএম এখানে দান ছেড়ে দিয়েছে।'