আজকাল ওয়েবডেস্ক: ফেসবুকে "রিল" বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিন কিশোরের। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে মুর্শিদাবাদের সুতি থানার ফিডার ক্যানেলের উপর আহিরণ ব্রিজে। ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হয়েছেন আরও দুই কিশোর। আশঙ্কাজনক অবস্থাতে তাদেরকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার বিকাল সাড়ে তিনটে নাগাদ আহিরণ ব্রিজের উপর দাঁড়িয়ে কয়েক জন কিশোর ফেসবুকে পোস্ট করার জন্য "রিল" তৈরি করছিলেন। সেই সময়ে জঙ্গিপুর থেকে ফারাক্কাগামী একটি ট্রেন হঠাৎই চলে আসে। ট্রেনটি দ্রুত গতিতে ব্রিজের ওপর চলে আসায় রেললাইনের উপর দাঁড়িয়ে থাকা ওই কিশোররা ব্রিজ থেকে সরে যাওয়ার সময় পায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রেল কর্তৃপক্ষ সম্প্রতি ব্রিজটি সংস্কার করে রং করার পর নিয়মিত কিছু যুবক-যুবতী ওই ব্রিজের উপর "রিল" তৈরির জন্য আসেন। বুধবার দুপুরে তেমনই পাঁচজন কিশোর রেল ব্রিজের উপর দাঁড়িয়ে "রিল" বানাচ্ছিল। স্থানীয় সূত্রে হানা গেছে -ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে আমাউন শেখ (১৪), রফিক শেখ (১৬) এবং সামিউল শেখ (১৭) নামে তিন কিশোর। মৃত তিন কিশোরের বাড়ি সুতির ইংলিশ -সাহাপাড়াতে।
আহত এবং মৃত কিশোররা পরস্পরের বন্ধু ছিল বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
জঙ্গিপুর পুলিস জেলার সুপার আনন্দ রায় বলেন, "ঘটনাটি রেল পুলিশের এলাকাতে হয়েছে। তবে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে এবং দুজন আহত হয়েছে।"
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। অভিভাবকদেরও এবিষয়ে সতর্ক থাকা উচিত। কারণ, রিল আর "রিয়্যাল লাইফ" কিন্তু এক হয় না।"