জানা গিয়েছে, এদিন সকালে যখন তার মা অন্যান্যদের সঙ্গে মন্দিরে পুজো দিচ্ছিলেন তখন পাশেই বসেছিল ওই স্কুল পড়ুয়া। সেইসময় মন্দির সংলগ্ন রাস্তা দিয়ে একটি চার চাকার গাড়ি যাচ্ছিল। আচমকাই গাড়িটির টায়ার ফেটে রিংগার্ড তীব্র বেগে ছুটে আসে ছাত্রীর দিকে। স্থানীয়রা জানান, এত জোরে রিংগার্ডটি ছুটে এসেছিল যে ওই স্কুল ছাত্রী সরে যাওয়ার সময় পায়নি। মাথায় আঘাত লাগার পর সেখানেই লুটিয়ে পড়ে সায়ন্তিকা। মন্দিরের পুরোহিত অশোক ব্যানার্জি জানিয়েছেন, আচমকাই ঘটে যায় এই দুর্ঘটনা।
আহত ওই পড়ুয়াকে স্থানীয় রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, এই এলাকার রাস্তার করুণ অবস্থার জন্য যেকোনও সময় এই ধরনের দুর্ঘটনা আবার ঘটতে পারে। স্থানীয় প্রশাসনের উচিত দ্রুত রাস্তার হাল ফেরানো।
