আজকাল ওয়েবডেস্ক: জেলবন্দি বিচারাধীন আসামিকে এসআই আর শুনানিতে হাজির করল পুলিশ। শনিবার সকালে বাগদা থানা এলাকায় এমন শুনানি দাঁড়িয়ে দেখলেন বাসিন্দারা৷  জানা গিয়েছে, বাগদার মালিপোতা গ্রাম পঞ্চায়েতের দেয়ারা এলাকার বাসিন্দা শাকিব শেখ ওরফে শাকিল পকসো মামলায় অভিযুক্ত৷ প্রায় ১৭ মাস ধরে সে কৃষ্ণনগর জেলে বন্দি রয়েছে ৷ এসআইআর শুনানিতে তার শনিবার ডাক পড়েছিল উত্তর ২৪ পরগণার বাগদা ব্লকের হেলেঞ্চা গার্লস হাই স্কুলে৷ 

জানা গিয়েছে, এদিন সকালে কৃষ্ণনগর জেলের কর্মীরা বিচারাধীন ওই আসামিকে প্রথম বাগদা থানায় নিয়ে আসেন৷ তারপর সেখান থেকে তাকে জেল কর্মী ছাড়াও বাগদা থানার পুলিশি  প্রহরায় হেলেঞ্চা গার্লস হাই স্কুলে নিয়ে যাওয়া হয়। ওই স্কুলেই শুনানি সম্পন্ন হয় তার। এরপর শুনানি শেষে ফের শাকিবকে কৃষ্ণনগর জেলের উদ্দেশ্যে নিয়ে যান পুলিশ ও জেল আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে শাকিব একজন বিচারাধীন বন্দি।  সে কারণে তার শুনানির সময় পুলিশের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। 

এসআইআর শুরু হওয়ার পর রাজ্যে ইতিমধ্যেই ভোটার তালিকায় নাম থাকা কিন্তু কাজের প্রয়োজনে অন্য রাজ্যে বসবাসকারী বাসিন্দারা ফিরে আসছেন। তাঁরা সকলেই ভোটদানের আগে ঘরে ফিরে আসেন। প্রক্রিয়া সম্পাদন শেষে ফের তাঁরা ফিরে যাবেন তাঁদের কর্মস্থলে। আবার এসআইআর ঘিরে রাজ্যের বিভিন্ন এলাকায় অসন্তোষের ঘটনাও সামনে এসেছে।‌ এই অশান্তির মধ্যে একদিকে যেমন রয়েছে রাস্তা অবরোধ তেমনি রয়েছে বিডিও অফিসে ভাঙচুর ও অগ্নি সংযোগের মতো অভিযোগ। শনিবার উত্তর ২৪ পরগণার অশোকনগর বিধানসভা এলাকায় বালিসা চৌমাথায় যশোর রোডের উপর ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়।‌ বিক্ষোভকারীদের অভিযোগ, এই প্রক্রিয়ায় মাধ্যমে সাধারণ মানুষের হয়রানি হচ্ছে।