আজকাল ওয়েবডেস্ক: শহরে ঢুকে পড়ল হাতির দল। চাঞ্চল্য খড়গপুরে। জানা গেছে মঙ্গলবার সকালে রেললাইন পেরিয়ে শহরে ঢুকে পড়ে হাতির দল।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে গোকুলপুর রেললাইন পেরিয়ে হাতির একটি দল ঢুকে পড়ে খড়গপুর শহরে। দলে একটি শাবক–সহ আটটি পূর্ণবয়স্ক হাতি ছিল। বর্তমানে খড়গপুর মহকুমা হাসপাতালের কাছেই একটি ঝোপে রয়েছে হাতিদের ওই দল। তাদেরকে কলাইকুন্ডা অথবা হিজলির জঙ্গলের দিকে পাঠানোর চেষ্টা করছে বন দপ্তর। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
বন দপ্তর সূত্রে খবর, সোমবার রাত ৯টা নাগাদ হাতিদের ওই দলটি কাঁসাই নদী পেরিয়ে খড়গপুরের চৌরঙ্গী এলাকায় ঢুকে পড়ে। সে সময় দলে ১০টি হাতি ছিল। খবর পেয়ে চৌরঙ্গী এলাকায় করিডর করে হাতির দলটিকে শতকুইয়ের দিকে পাঠানোর চেষ্টা করে বন দপ্তর। কিন্তু উল্টে জাতীয় সড়ক পেরিয়ে গোকুলপুরের দিক দিয়ে খড়গপুর শহরে ঢুকে পড়ে হাতির দল। সুভাষপল্লি এলাকায় একটি বাড়ির গ্রিলও ভেঙে দেয় হাতিদের দলটি। এর পর একটি হাতি দলছুট হয়ে কাছেই একটি কারখানার দিকে চলে যায়, বাকি ন’টি হাতি ঢুকে পড়ে খড়গপুর শহরে।
তবে খবর, বড়সড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। প্রশাসনকে খড়গপুর শহরে ১৪৪ ধারা জারি করতে অনুরোধ করা হয়েছে। এখন খড়গপুর হাসপাতাল–সংলগ্ন জঙ্গলে রয়েছে হাতির দলটি।
