আজকাল ওয়েবডেস্ক: ফের নিম্নচাপের ভ্রুকুটি। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী দু’দিনের মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির আশঙ্কা। কিছুদিন আগেই নিম্নচাপের বৃষ্টিতে ভেসেছে বাংলা। তার উপর ডিভিসি টানা জল ছাড়ায় দক্ষিণের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। প্লাবিত হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া। নিম্নচাপের জেরে আবার ভারী বৃষ্টি হলে পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা।
হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিম–মধ্য এবং সংলগ্ন দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী কয়েক ঘণ্টায় তা উত্তর–পশ্চিম দিকে সরবে। উত্তর–পশ্চিম এবং সংলগ্ন মধ্য–পশ্চিম বঙ্গোপসাগরের উপর ওই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে ২৩ সেপ্টেম্বরের মধ্যে। তবে নিম্নচাপ অঞ্চলের প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে কি না, তা এখনও স্পষ্ট করেনি হাওয়া অফিস।
এদিকে, শনিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ–সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবার একই পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, দুই বর্ধমানে। দক্ষিণের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনও সতর্কতা জারি করা হয়নি এখনও। এদিকে, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি বেশি।
