মিল্টন সেন, হুগলি: আসন্ন লোকসভা নির্বাচন। এখনও ঘোষণা হয়নি নির্বাচনের নির্ঘণ্ট। ইতিমধ্যেই প্রার্থী নির্বাচন সম্পন্ন হয়েছে একাধিক রাজনৈতিক দলের। শুরু হয়েছে প্রচার। দিন ঘোষণার পর প্রচারের সেই জোর স্বাভাবিক ভাবেই বাড়বে, থাকবে বাইক মিছিল। এবার সেই বাইক মিছিল রুখতে গুরুত্ত্বপূর্ণ উদ্যোগ জেলা প্রশাসনের। বৃহস্পতিবার শ্রীরামপুর মহকুমাশাসকের তরফে একটি সর্বদলীয় বৈঠক ডাকা হয়। উপস্থিত ছিলেন শ্রীরামপুরের মহকুমাশাসক, প্রশাসনিক অধিকারিক, উচ্চপদস্থ পুলিশ আধিকারিক, অগ্নিনির্বাপন দপ্তরের আধিকারিক এবং একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠকে নির্বাচন ঘোষণার পরবর্তী সময়ে জারি থাকা যাবতীয় বিধিনিষেধ নিয়ে আলোচনা হয়। একইসঙ্গে সকলকে বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়। এদিন প্রশাসনের তরফে সকলকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় আসন্ন নির্বাচনের প্রচারে কোনওরকম বাইক মিছিল করা যাবে না। একইসঙ্গে নির্বাচনী নিয়ম–কানুন সম্পর্কে সমস্ত রাজনৈতিক দলকে ওয়াকিবহাল থাকতে হবে। বৈঠক শেষে শ্রীরামপুর শহর তৃণমূলের সভাপতি সন্তোষ কুমার সিং বলেছেন, ‘গত নির্বাচনে আধাসামরিক বাহিনীর ভয়ে অনেক সাধারণ মানুষ ভোট দিতে পারেননি। এই নির্বাচনে যাতে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেটা প্রশাসনকে সুনিশ্চিত করতে হবে। নির্বাচনের যাবতীয় নির্দেশ মেনে চলা হবে।’ শ্রীরামপুর পুরসভার পুরপ্রতিনিধি সুমঙ্গল সিং বলেছেন প্রশাসনের তরফে ডাকা সর্বদলীয় বৈঠকে নির্বাচন সম্পর্কিত নিয়মাবলী জানিয়ে দেওয়া হয়েছে। বেশ কিছু সমস্যা রয়েছে। যেগুলি প্রশাসনের তরফে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। প্রদেশ কংগ্রেসের সদস্য অমিতাভ দে বলেছেন প্রতিবছর অনেক কিছু সিদ্ধান্ত হয়, কিন্তু কতটা কার্যকর হয় সেটাই দেখার।
