আজকাল ওয়েবডেস্ক: কলকাতার বাইরে জেলার হাসপাতালে প্রথমবারের মত কিডনি প্রতিস্থাপন স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের একটি বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে এই নজির গড়েছেন চিকিৎসকরা। জানা গিয়েছে, আসানসোলের ডিসেরগড় এলাকার বাসিন্দা ইলেকট্রিক মিস্ত্রি পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। দুর্গাপুরের বিধাননগর হাসপাতালে চিকিৎসা চলাকালীন চিকিৎসকরা ওই ব্যক্তিকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। এরপরেই পেশায় মিস্ত্রি পার্থ দক্ষিণ ভারতে চিকিৎসার জন্য যান।
কিন্তু সেখানেও একই পরামর্শ পান। পরবর্তীতে তিনি দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেন। পার্থবাবুর বাবা উজ্জ্বল চট্টোপাধ্যায় সিদ্ধান্ত নেন, তিনি তাঁর একটি কিডনি ছেলেকে দান করবেন। গত ১৫ সেপ্টেম্বর এই কিডনি সফলভাবে পার্থের শরীরে প্রতিস্থাপন করা হয়। হাসপাতালের নেফ্রোলজি বিভাগ কিডনির জটিল সমস্যার চিকিৎসা করে। আগে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে অন্য রাজ্যে যেতে হত। এখন জেলাতেই সেই চিকিৎসা হওয়ায় স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা।
হাসপাতালের চেয়ারম্যান ড. সত্যজিৎ বসু জানান, ‘নেফ্রোলজি বিভাগের ডা. দীপক কুমার ও ডা. রবি রঞ্জন সৌ মন্ডল সহ সংশ্লিষ্ট সকলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই অপারেশনে’। উজ্জ্বল বাবু জানিয়েছেন, ‘আমি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। ছেলের কিডনির সমস্যার কারণে চিকিৎসার খরচ আমাদের জন্য খুবই ব্যয়বহুল ছিল। স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া কিডনি প্রতিস্থাপন করতে খরচ হত সাত থেকে আট লক্ষ টাকা’। স্বাস্থ্যসাথী কার্ডের কারণে খরচ কমে যাওয়ায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
