আজকাল ওয়েবডেস্ক: মার্চের শুরুতেই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি সূত্রে খবর আগামী ১ মার্চ আরামবাগে সভা করবেন মোদি। পরেরদিন ২ মার্চ কৃষ্ণনগরে সভা করার কথা তাঁর। আর ৬ মার্চ মোদি সভা করবেন বারাসত কাছারি ময়দানে।
বিজেপি সূত্রে খবর, বারাসতের জনসভায় সন্দেশখালির ‘নির্যাতিতা’দের উপস্থিত করানো হবে। আলাদা মঞ্চে বসানো হবে তাঁদের। সেখানে মুখ ঢেকে প্রধানমন্ত্রীর মুখোমুখি হবেন তাঁরা।
সম্ভবত মার্চের মাঝামাঝি লোকসভা ভোটের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। তার আগেই মোদির সফর আলাদা তাৎপর্যের। বিজেপি সূত্রে খবর, আরামবাগে গতবার খুব কম ভোটে হেরেছিল বিজেপি। আর কৃষ্ণনগরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে জল অনেকদূর গড়িয়েছে। তাই এই দুই কেন্দ্রকে পাখির চোখ করেছে বিজেপি। যদিও ১৯৯৯ সালে কৃষ্ণনগরে জিতেছিল বিজেপি। এদিকে, বারাসতে কোনওদিনই জিততে পারেনি বিজেপি। তাই এই তিন কেন্দ্রে জোর দিতে চাইছে বিজেপি। সেকারণেই এই তিন কেন্দ্রে আসছেন মোদি–এমনটাই বিজেপি সূত্রে খবর।
বিজেপি সূত্রে খবর, বারাসতের জনসভায় সন্দেশখালির ‘নির্যাতিতা’দের উপস্থিত করানো হবে। আলাদা মঞ্চে বসানো হবে তাঁদের। সেখানে মুখ ঢেকে প্রধানমন্ত্রীর মুখোমুখি হবেন তাঁরা।
সম্ভবত মার্চের মাঝামাঝি লোকসভা ভোটের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। তার আগেই মোদির সফর আলাদা তাৎপর্যের। বিজেপি সূত্রে খবর, আরামবাগে গতবার খুব কম ভোটে হেরেছিল বিজেপি। আর কৃষ্ণনগরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে জল অনেকদূর গড়িয়েছে। তাই এই দুই কেন্দ্রকে পাখির চোখ করেছে বিজেপি। যদিও ১৯৯৯ সালে কৃষ্ণনগরে জিতেছিল বিজেপি। এদিকে, বারাসতে কোনওদিনই জিততে পারেনি বিজেপি। তাই এই তিন কেন্দ্রে জোর দিতে চাইছে বিজেপি। সেকারণেই এই তিন কেন্দ্রে আসছেন মোদি–এমনটাই বিজেপি সূত্রে খবর।
