আজকাল ওয়েবডেস্ক: বুধবার সকাল থেকে চড়া রোদ। ধূসর মেঘের হালকা আনাগোনাও রয়েছে। চড়া রোদে সকালেই নাজেহাল দশা সাধারণ মানুষের। ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। সেপ্টেম্বরের শুরুতে থেকেই গলদঘর্ম দশা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বেলা গড়ালেই আবহাওয়ার পরিবর্তন হবে। জেলায় জেলায় ঝেঁপে নামবে বৃষ্টি। আজ কয়েকটি জেলায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 

 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তার জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি। 

 

আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টি হতে পারে। সতর্কতাও জারি করা হয়েছে। আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলায়। 

 

আগামী দুইদিন আবহাওয়ার বিশেষ বদল হবে না। বৃহস্পতিবার এবং শুক্রবারও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুধুমাত্র বৃহস্পতিবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।