আজকাল ওয়েবডেস্ক: শীতের পথে কাঁটা ছিল ঘূর্ণিঝড়। একটানা হালকা শীতের স্পেল গায়েব হয়েছিল। বেড়েছিল তাপমাত্রাও। ঘূর্ণিঝড় দূরে সরতেই বাংলার আবহাওয়ার আবারও রূপবদল। চলতি সপ্তাহেই ফের শীতের স্পেল শুরু হবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তাপমাত্রার পারদ নামবে হু-হু করে। কয়েকটি জেলায় ভোরের দিকে জাঁকিয়ে ঠান্ডাও অনুভূত হবে। 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। বৃহস্পতিবারের পর থেকে ক্রমেই নিম্নমুখী হবে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে তিন দিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস নামতে পারে পারদ। 

আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। শীতের ঝোড়ো ব্যাটিং শুরু না হলেও রাজ্যের প্রায় সমস্ত জেলা কুয়াশাচ্ছন্ন থাকবে৷ আজ, বুধবার হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়। বৃহস্পতিবার মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায়৷ 

অন্যদিকে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে। শুক্রবার ও শনিবার দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।