আজকাল ওয়েবডেস্ক: ঘূর্ণিঝড় 'ডানা' সরলেও, মেঘ সরেনি বাংলার আকাশ থেকে। আজ, কালীপুজোতেও জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ। দিনভর বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে জেলায় জেলায়। তবে কালীপুজোর পরেরদিন থেকেই আবহাওয়ার বড়সড় রূপবদল হবে বাংলায়। হালকা শীতের আমেজ অনুভূত হবে একাধিক জেলায়।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির দু-এক জায়গায়। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে আজ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে শুধুমাত্র উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দার্জিলিং-সহ ওপরের পাঁচ জেলাতে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত বাংলার কোথাও বৃষ্টির কোনও সতর্কতা জারি করা হয়নি।
আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা গেছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রার পারদ আরও নামবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমতে থাকবে। বৃষ্টির সম্ভাবনা কার্যত থাকবে না। শুষ্ক আবহাওয়া থাকবে প্রতি জেলাতেই।
