আজকাল ওয়েবডেস্ক: হু হু করে বইছে উত্তুরে হাওয়া। সপ্তাহান্তে রাজ্য জুড়ে আরও নামল তাপমাত্রার পারদ। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বোঝাই যাচ্ছে, শীত এসে গিয়েছে প্রায়। সপ্তাহান্তেও রাজ্য জুড়ে পড়বে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই ধরনের আবহাওয়া এখন সাত দিন চলবে।

 

 

 

 অর্থাৎ তাপমাত্রা এখন বেশ কয়েকদিন এরকমই থাকবে। তারপর আরও কমার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিনে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে রাতের তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। তারপরে অবশ্য তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। সকালের দিকে উত্তরবঙ্গে ঘন কুয়াশা পড়বে। দক্ষিণের মালদা, উত্তর দিনাজপুরেও ভোরের দিকে দাপট চালাবে কুয়াশা।

 

 

 

সেই বিষয়ে ইতিমধ্যেই সাধারণ মানুষকে সাবধানে চলাফেরা করার নির্দেশ দেওয়া হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। সপ্তাহান্তে শহর কলকাতায় রাতের দিকে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানানো হয়েছে। গোটা উইকেন্ড জুড়েই শহরে শীতের আমেজ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।