আজকাল ওয়েবডেস্ক: ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেও নেই জাঁকিয়ে ঠান্ডা। হালকা শীতের স্পেলেই সন্তুষ্ট বঙ্গবাসী। এবার হালকা শীতের স্পেল দিন কয়েকের জন্য উধাও হবে দক্ষিণবঙ্গ থেকে। নিম্নচাপ ও পশ্চিম ঝঞ্ঝার জেরে বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী সপ্তাহের শুরুতে একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া এই নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপ রূপে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যেতে পারে। এর অভিমুখ থাকবে তামিলনাড়ু উপকূল। এই নিম্নচাপের জেরে বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। যার প্রভাবে বাড়বে রাজ্যের তাপমাত্রা।
আজ, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামিকাল, সোমবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী দু'দিনে তাপমাত্রা দু'-তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। মঙ্গলবার থেকে তাপমাত্রা ফের কমবে।
এদিকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিঙে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে তুষারপাতও হতে পারে। আজ, রবিবার কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর, মালদহে ঘন কুয়াশার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
