আজকাল ওয়েবডেস্ক: ষষ্ঠীতে কখনও আকাশের মুখভার, কখনও আবার চড়া রোদ। ভ্যাপসা গরম অনুভূত হলেও বৃষ্টি থেকে আজও মিলবে না রেহাই। দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবেই জেলায় জেলায়। হাওয়া অফিস আগেই জানিয়েছে, চলতি বছরে দুর্গাপুজোয় রোজ বৃষ্টি হবে। তাই পুজোর ঘোরাঘুরিতে আজ বাধা দিতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। 

 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগের ঘূর্ণাবর্ত ধীরে ধীরে সরে যাচ্ছে। আজ, বুধবার ও বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়বে শুক্রবার থেকে। 

 

শুক্রবার উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এই জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতাতেও শনিবার পর্যন্ত টানা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। 

 

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আজ উত্তরবঙ্গের সব জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ বাড়বে।