আজকাল ওয়েবডেস্ক: মাঝে কয়কেদিন আবহাওয়া একটু বদলেছিল। বৃষ্টি থেমে রোদ, গরম। তবে ফের বদলে যাচ্ছে আবহাওয়া। আগামী কয়েকদিন উত্তর থেকে দক্ষিণবঙ্গ ভাসবে বৃষ্টিতে। হাওয়া অফিস জানাচ্ছে, এক নিম্নচাপ সরতেই, তৈরি হয়েছে আরও এক নিম্নচাপ। উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে।
হাওয়া অফিস জানাচ্ছে ২৪ জুলাই উত্তর বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি আগামী ৪৮ ঘণ্টায় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর ওডিশা উপকূলের দিকে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।
আরও পড়ুন: এটা হাসপাতাল না কুরুক্ষেত্র! শ্রীরামপুরে রোগীর আত্মীয়রা যা করলেন, দেখলে ভয় পাবে যে কেউ
হাওয়া অফিস জানাচ্ছে, নতুন নিম্নচাপ তৈরির কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিন বিস্তৃত হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও, শক্তিশালী মৌসুমি বায়ুর প্রভাবে পরবর্তী ৪ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে।
হাওয়া অফিস জানাচ্ছে ২৫ জুলাই দক্ষিণবঙ্গের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত; বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় কয়েকটি জায়গায় ভারী থেকে অতি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় এক বা দুটি জায়গায় ভারী থেকে অতি বৃষ্টিপাত (০৭-২০ সেমি) হতে পারে; দক্ষিণবঙ্গের বাকি জেলায় এক বা দুটি জায়গায় ভারী থেকে অতি বৃষ্টিপাত (০৭-১১
২৬ জুলাই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হতে পারে।
২৭ জুলাই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদীয়া এবং পূর্ব বর্ধমান জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

উত্তরবঙ্গেও ২৪ থেকে ২৯ জুলাই ঝড়বৃষ্টির সম্ভাবনা। ২৪ জুলাই মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার বেশিরভাগ জায়গায় এবং বাকি জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
২৫ জুলাই উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ২৯ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলায় জেলায় একই আবহাওয়া থাকবে। শুক্রবার আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ সব জেলায় হলুদ সর্তকতা জারি রয়েছে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং জেলায়। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। রবিবার শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে।
