মিল্টন সেন, হুগলি : চুঁচুড়া রথতলা অঞ্চলের বাসিন্দা নৃত্যশিল্পী মৈত্রী দে সিংহ। তার নিজের কোনও ভাই নেই। তাই ভাইফোঁটায় ফোঁটা দিতে না পারার আক্ষেপ ছিল। শুক্রবার সাফাই কর্মীদের ভাইফোঁটা দিয়ে সেই আক্ষেপ দূর করল মৈত্রী। ওদিকে প্রথমবার ভাই ফোঁটা পেয়ে আপ্লুত ভাইয়েরা। হুগলি চুঁচুড়া পুরসভার সাফাই কর্মী আমজাদ সেখ ও মনোতোষ হরিজন। প্রতিদিন সকালে এই দুজন বাড়ি বাড়ি জঞ্জাল সংগ্রহ করেন। হুগলি চুঁচুড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে বাড়ি মৈত্রীর। জঞ্জাল তুলতে তার বাড়িতেও আসেন সাফাই কর্মীরা। বাঁশি বাজিয়ে দিদি বলে ডাক দেয় কাকভোরে। নিজের ভাই না থাকার আক্ষেপ দূর হয়েছে। আমজাদ-মনোতোষদের ভাই মেনে নিয়েছেন মৈত্রী। এদিন তাদের কপালে নিজের হাতে চন্দনের ফোঁটা দিয়ে, মঙ্গল শঙ্খধ্বনি আর মিষ্টিমুখ করিয়ে ভাইফোঁটা উদযাপন করলেন মৈত্রী দে সিংহ। আর এই জীবনে প্রথমবার ভাই ফোঁটা পেয়ে আপ্লুত সাফাই কর্মচারী ভাই আমজাদ শেখ এবং মনোতোষ হরিজন। ফোঁটা নেওয়ার পর তারাও দিদির মঙ্গল কামনা করেন।
