মিল্টন সেন,হুগলি : ছাত্রীকে শ্লীলতাহানী, অভিযুক্ত গৃহ শিক্ষক। কান ধরে উঠবসের ভিডিও ভাইরাল হতেই পদক্ষেপ পুলিশের। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, উত্তরপাড়া থানার হিন্দমোটর বিবি স্ট্রিট এলাকার বাসিন্দা দেবাশিষ ব্যানার্জি বয়োলজির গৃহ শিক্ষকতা করেন। শতাধিক পড়ুয়াকে তিনি প্রতিদিন পড়ান।

 

দিন তিনেক আগে বিকাল চারটে নাগাদ বালির নিশ্চিন্দার একাদশ শ্রেণির এক ছাত্রীকে তাঁর বাবা পড়াতে নিয়ে আসেন। শিক্ষকের ঘরে ছাত্রী একাই ছিল। অভিযোগ, সেই সুযোগে ছাত্রীর শ্লীলতাহানী করে শিক্ষক। ছাত্রী বাড়ি ফিরে বিষয়টি তার মাকে জানায়। শনিবার ছাত্রীর মা শিক্ষকের বাড়িতে আসেন। সে সময় আরও কয়েকজন অভিভাবক সেখানে ছিলেন। শিক্ষককে কান ধরে উঠবস করানো হয় ঘরের ভিতর। সেই ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে।

 

সমাজ মাধ্যমে ছাত্রীর শ্লীলতাহানীর ঘটনার লেখাও ছড়িয়ে পরে। উত্তরপাড়া থানার পুলিশ ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করতে নির্যাতিতার বাড়িতে যায়। এরপর মঙ্গলবার ছাত্রীর মা ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন উত্তরপাড়া থানায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে। শিক্ষকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। বুধবার ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। অভিযুক্ত শিক্ষক যদিও এবিষয়ে কিছুই বলতে চাননি। বলেছেন, যা বলার তিনি তাঁর আইনজীবীকে বলবেন।