আজকাল ওয়েবডেস্ক: রেশন দুর্নীতি মামলায় শোরগোল গোটা বাংলায়। তার মধ্যে আটা পাচারের ঘটনা ধরা পড়ল নদিয়ার তাহেরপুর এলাকায়। জানা গিয়েছে, রেশনের আটা প্যাকেটে ভরে পাচার করা হচ্ছিল। ঘটনায় ইতিমধ্যেই আটক অভিযুক্ত প্রশান্ত পাল। তিনি পেশায় ব্যবসায়ী। সূত্রের খবর, রেশন ডিলারদের খাদ্যসামগ্রী দেওয়ার সুযোগে এই কাজ করতেন তিনি।

রেশনের আটার প্যাকেট কেটে সেই আটা অন্য জায়গায় ঢেলে বস্তায় নিম্নমানের আটা মিশিয়ে দেওয়া হত। মিলিয়ে দেওয়া হত পশুদের খাদ্যও। শনিবার ভোরে এই কাজ করার সময়ই স্থানীয়রা হাতেনাতে ধরেন। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রশান্ত পাল এবং এক রেশন কর্মীকেও হাতেনাতে আটক করা হয়। ঘটনায় আরও কেউ জড়িত আছেন কিনা তা জিজ্ঞাসাবাদ করে দেখছে পুলিশ।