আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন নন্দিনী চক্রবর্তী। এই প্রথম, বাঙালি কোনও মহিলা এরাজ্যের মুখ্যসচিব পদে বসলেন। অর্থাৎ এবার মহিলা মুখ্যমন্ত্রী এবং মহিলা মুখ্যসচিব, কাজ করবেন একসঙ্গে।
৩১ ডিসেম্বর, অর্থাৎ বুধবার ছিল মনোজ পন্থের মুখ্যসচিব হিসেবে মেয়াদের শেষ দিন। জল্পনা ছিল, তাঁর জায়গায় কে বসবেন তা নিয়ে। বুধবার জানা গেল, সেই পদে বসছেন নন্দিনী চক্রবর্তী। এই প্রসঙ্গে উল্লেখ্য, মনোজ পন্থের মুখ্যসচিব পদে মেয়াদ ছিল ৩০ জুন পর্যন্ত। তবে সেবার রাজ্যের এক্সটেনশন আর্জিতে সায় দিয়েছিল কেন্দ্র। ফলে, অতিরিক্ত ছ'মাস তিনি রাজ্যের মুখ্যসচিব পদেই ছিলেন।
অন্যদিকে, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর থেকে নন্দিনী চক্রবর্তী এতদিন ছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব। সঙ্গেই পাহাড় ও পর্যটন দপ্তরের সচিব ছিলেন তিনি। তিনি বাংলার দ্বিতীয় মহিলা স্বরাষ্ট্রসচিব ছিলেন। দক্ষতার সঙ্গে সামলেছেন সবদিক। এবার হলেন রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব। তারও আগে নন্দিনী চক্রবর্তী ছিলেন রাজ্যপালের প্রেস সচিব। এবার তাঁর জায়গায় অর্থাৎ রাজ্যের স্বরাষ্ট্রসচিব হচ্ছেন, আইএএস জগদীশ প্রসাদ মিনা। তিনি পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনেস্ট্রিটিভ অর্থাৎ কর্মী ও প্রশাসনিক সংস্কার বিভাগের সচিব। সঙ্গেই দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের সদস্য-সচিব। এবার থেকে সামলাবেন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগ।
অন্যদিকে মনোজ পন্থ, যিনি এতদিন রাজ্যের মুখ্যসচিব পদে ছিলেন, তাঁকেও দেওয়া হল বড় দায়িত্ব। বুধবার জানা গেল, মুখ্যমন্ত্রীর প্রধান সচিব হিসাবে কাজ করবেন মনোজ পন্থ।
বছর শেষে বড় দায়িত্ব পেলেন আইএএস ১৯৮৯, অত্রি ভট্টাচার্য। তিনি, সুন্দরবন বিষয়ক বিভাগের অতিরিক্ত মুখ্য সচিবের দায়িত্ব পাচ্ছেন। সঙ্গেই সামলাবেন নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটের ডিরেক্টর পদ। অন্যদিকে পর্যটন দপ্তরের সচিব হচ্ছেন বরুণ রায়। প্রেসিডেন্সি ডিভিশনের ডিভিশনাল কমিশনার হচ্ছেন জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের সচিব সুরিন্দর গুপ্তা।
