শাহরুখ খান: ২০২৩-এ পরপর তিনটে ছবি। তারপর ফের বড়পর্দা থেকে উধাও শাহরুখ খান। চলতি বছরেই ঘোষণা হল, পাক্কা তিন বছর পর ২০২-এর বড়দিনে বড়পর্দায় 'কিং' সেজে ফিরছেন শাহরুখ! ফলে এই একটি ছবিকে ঘিরে যে দর্শকমহলে উত্তেজনার পারদ এখন ঠেকিয়ে তুঙ্গে তা বলার অপেক্ষা রাখে না। আর বলাই বাহুল্য শাহরুখের আগামী বছরটিও এককথায় হতে চলেছে জমজমাট, স্রেফ একটি ছবিকে সঙ্গী করেই।
2
6
অক্ষয় খান্না: ‘ধুরন্ধর’-এ ফিনিক্স-এর মতো বলিপাড়ায় ফিরে এসেছেন অক্ষয় খান্না। সবার মুখে এখন শুধু তাঁর-ই নাম ঘোরাফেরা করছে। আগামী বছর তাঁর কেরিয়ারের অন্যতম 'পিক' সময় হতে চলেছে। অক্ষয় কুমারের সঙ্গে 'ভাগম ভাগ ২' থেকে শুরু করে নেটফ্লিক্সে সানি দেওলের সঙ্গে থ্রিলার 'ইক্কা' .এছাড়াও অক্ষয়ের জুলিতে রয়েছে 'মহাকালী'। ২০২৬ এককথায় অক্ষয় (এর) হোক!
3
6
রণবীর সিং: কম প্রচারেও বক্স অফিসে আগুন ধরিয়েছে 'ধুরন্ধর'। পরের কিস্তির জন্য এবার প্রত্যাশা আরও আকাশছোঁয়া। এই ছবির মাধ্যমেই বহু বছর পর সুপারহিট ছবির মুখ দেখেছেন রণবীর সিং। ধুরন্ধর ২ তেও ফিরে আসছেন তিনি। এবং সেই কামব্যাক যে কতটা বিস্ফোরক হবে তা এখন থেকেই অনুমান করা যাচ্ছে। পরিচালক আদিত্য ধর ধুরন্ধর ২ তে তুলে ধরছেন রণবীরের চরিত্রের অরিজিন গল্প। গোয়েন্দা জগতে তার প্রবেশ, অ্যাকশন, স্কেল-সবই হবে আরও বড়
4
6
যশ: ‘কেজিএফ ২’-এর ঐতিহাসিক সাফল্যের পর অবশেষে বড়পর্দায় ফিরছেন যশ। সঙ্গে নয়নতারা, কিয়ারা আদবানি, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়া -চকচকে তারকাবাহিনী। স্টাইলাইজড, হাই-ওকটেন অ্যাকশনই হবে ২০২৬-এ যশের ট্রাম্পকার্ড।
5
6
সলমন খান: দু’বছরের বিরতির পর ২০২৬-এ বড়পর্দায় ফিরছেন সলমন খান। চিন সংঘর্ষের বাস্তব ঘটনাকে কেন্দ্র করে তৈরি ব্যাটেল অফ গলওয়ান ছবি। মুখ্যভূমিকায় সলমন। দেশপ্রেম, সেনা–গৌরব আর আবেগ সব মিলিয়ে সালমানের জন্য যেন একদম ‘কমফর্ট জোন’, তবে বক্স অফিসে বড় হিটের জন্য এটিই কি হবে তাঁর ট্রাম্প কার্ড? জনতার ভোট কিন্তু সেদিকেই।
6
6
সানি দেওল: বছরের শুরুতে 'বর্ডার ২' এবং মাঝামাঝি সময়ে আমির খানের প্রযোজনায় 'লাহোর : ১৯৪৭'। ভুলে চলবে না নীতিশ তিওয়ারির 'রামায়ণ' ছবিতেও 'হনুমান'-এর ভূমিকায় দেখা যাবে তাঁকে। এককথায়, সানি এক হাতে ছড়ি ঘোরাবেন ২০২৬-এ।