আজকাল ওয়েবডেস্ক: মাঝে কেটে গিয়েছে অনেকটা সময়। রাজ্য বিজেপির মূল স্রোতে দেখা যাচ্ছিল না দলের 'দাবাং' নেতা দিলীপ ঘোষকে। অথচ তাঁর নেতৃত্বেই ২০২১ সালে রাজ্য বিজেপি পশ্চিমবঙ্গের নির্বাচনে সবচেয়ে বেশি আসন জিতেছিল। সেবছর বিজেপি ঝোলায় ভরে ছিল ৭৭টি আসন। কিন্তু তারপর থেকে সময় যত গড়িয়েছে ততই দলের মূল স্রোত থেকে তাঁর বেশ কিছুটা দূরত্বই তৈরি হয়েছে। যার জন্য দলের নেতাদের সঙ্গে মান, অভিমান বা মতানৈক্যের মতো কারণ খুঁজে বেরিয়েছেন অনেকেই। কিন্তু সেই দিলীপ ঘোষকেই ফের দেখা গেল দলের নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র বৈঠকে।
জানা গিয়েছে, বিজেপির এক বরিষ্ঠ নেতা তাঁকে টেলিফোন করে বুধবারের বৈঠকে থাকার জন্য জানিয়েছিলেন। সাংসদ ও বিধায়কের এই বৈঠকে দিলীপ উপস্থিত ছিলেন। এর পাশাপাশি অমিত শাহ আরও একটি বৈঠক করেন। যেখানে দিলীপ ছাড়াও উপস্থিত ছিলেন শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের মতো নেতৃত্ব। বৈঠক ঘিরে সকলের কৌতুহল ছিল তুঙ্গে। বা নিজে দিলীপ দলকে কিছু বলেন কিনা সেই বিষয়েও তৈরি হয়েছিল কৌতুহল।
কিন্তু বৈঠক সেরে বেরিয়ে কিছুই খোলসা করেননি দিলীপ। তিনি কোনো বিষয় নিয়ে বলেছেন কিনা তা জানতে চাওয়া হলে বলেন, "আমি কিছু বলিনি। শুনেছি।" এর পাশাপাশি তিনি কোনো দায়িত্ব নিলেন কিনা তার জবাবও এড়িয়ে গিয়ে রাজ্য বিজেপির এই প্রাক্তন সভাপতি বলেন, "জানতে পারবেন।" স্বাভাবিকভাবেই কৌতুহল জিইয়েই রাখলেন তিনি।
তবে বিজেপি সূত্রে খবর, বিধানসভা নির্বাচনের আগে দলে দিলীপ-সহ অন্যান্য সিনিয়র নেতাদের এক ছাতার তলায় আনতে উদ্যোগী অমিত শাহ। এর পাশাপাশি বিধায়ক টিকিট বন্টনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির 'পারফর্মেন্স'-এর উপর জোর দিয়েছেন। সেইসঙ্গে জানিয়ে দিয়েছেন রাজ্যে শাসকদলের বিরুদ্ধে ইস্যুর 'অভাব' নেই। বিধানসভা নির্বাচনের আগে যা নিয়ে আরও জোরদারভাবে আন্দোলন গড়ে তুলতে।
