১ জানুয়ারি ২০২৬ সালে ঘটতে চলেছে বিরল মহাজাগতিক ঘটনা। এদিন ইউনিভার্স অ্যাঞ্জেল নম্বর তৈরি করতে চলেছে অর্থাৎ ১.১.১। এই সময় মনের ইচ্ছে ইউনিভার্সকে জানালে তা পূরণ হতে বাধ্য! খালি জেনে নিন কীভাবে সেই ইচ্ছে জানাবেন। ছবি- সংগৃহীত
2
5
১ জানুয়ারির ১.১১ এর সময় মনের ইচ্ছে ইউনিভার্সকে জানাতে চাইলে বা মনের ইচ্ছে পূরণ হোক চেয়ে প্রতিকার করতে চাইলে তিন উপায়ে করতে পারেন। সেই তিনটি উপায়ই নিচে বর্ণনা করা হল। আপনার যেটা ইচ্ছে সেটা করতে পারেন। ছবি- সংগৃহীত
3
5
প্রথম উপায়: একটি শুকনো তেজপাতা নিন। তাতে নীল বা সবুজ কালি দিয়ে মনের ইচ্ছে লিখুন। এরপর, এটিকে দুই হাতের তালুর মধ্যে নিয়ে ঘষতে থাকুন, এবং মনে মনে কল্পনা করুন যেন ইচ্ছেটা বাস্তবায়িত হয়ে গিয়েছে। এবার এই তেজপাতা পুড়িয়ে দিন। এর থেকে যে ধোঁয়া বের হবে সেটাই ইউনিভার্সকে গিয়ে আপনার ইচ্ছে জানাবে। এই উপায় করার সময় এতে একটু দারচিনি গুঁড়ো দিতে পারেন। এটি করলে দ্রুত সেই ইচ্ছে পূরণ হবে। এটা করবেন ১ জানুয়ারি দুপুর ১.১১ নাগাদ। ছবি- প্রতীকী
4
5
দ্বিতীয় উপায়: এটার জন্যেও লাগবে একটি তেজপাতা। সঙ্গে লাগবে একটি সবুজ পেন। এবার এই তেজপাতার একটি দিকের উপরে একটি ইনফিনিটি সাইন আঁকুন। তার নিচে লিখুন ২৪। এর নিচে নিজের মনের ইচ্ছে হয়ে গিয়েছে বা ঘটে গিয়েছে সেরম ভাবে লিখুন। ধরা যাক, আপনি চাইছেন ২০২৬ সালে নতুন বাড়ি হোক। তাহলে লিখবেন, 'আমার নতুন বাড়ি হয়ে গিয়েছে। আমি তাতে থাকা শুরু কেআরকে দিয়েছি।' এবার পাতার উল্টো দিকে আগে উপরে নিজের নাম লিখুন। তারপরের লাইনে জন্ম তারিখ এবং সাল লিখুন। এবার লেখার উপর দারচিনি গুঁড়ো ছড়িয়ে দুই ফোঁটা এসেনশিয়াল অয়েল দিন। এবার এই ইচ্ছে পূরণ হয়ে গিয়েছে কল্পনা করে ইউনিভার্সকে ধন্যবাদ দিন। এটি চাইলে আজ রাত ১.১১ বা কাল দুপুর ১.১১ নাগাদ করতে পারেন। লিখে ঠিক ১.১১ নাগাদ তেজপাতা পুড়িয়ে দিন। ছবি- প্রতীকী
5
5
তৃতীয় উপায়: সকলেই জানেন ১১১ অ্যাঞ্জেল নম্বর। এই সময় ম্যানিফেস্টেশন করলে সেটা পূরণ হয়। তাই ১ জানুয়ারি রাত ১.১১ বা দুপুর ১.১১ নাগাদ একটি সাদা কাগজে ১.১.১ লিখতে হবে। তার পাশে একটি ত্রিভূজ বানাতে হবে। তারপর নিচের লাইনে ঘটে গিয়েছে বা পূরণ হয়ে গিয়েছে এমন ভাবে মনের ইচ্ছে লিখুন। তারপর কাগজটি ভাঁজ করে একটি হলুদ কাপড় বা ব্যাগে রাখুন। সঙ্গে কিছু টাকা রাখুন। এবার সেটা ভাঁজ করে বা বন্ধ করে যে ঈশ্বরকে বিশ্বাস করেন তাঁর পায়ের কাছে রেখে প্রার্থনা করুন। চেষ্টা করবেন সবুজ কালি দিয়ে মনের ইচ্ছের কথা লেখার। ছবি- প্রতীকী