আজকাল ওয়েবডেস্ক : স্কুল চলাকালীন ভয়াবহ অগ্নিকাণ্ড। আতঙ্ক গ্রাস করল স্কুলে উপস্থিত পড়ুয়াদের। থমথমে পরিবেশ পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালক বিভাগে। মঙ্গলবার বিকেলে হঠাৎই স্কুলের হেরিটেজ বিল্ডিংয়ের মাল্টি জিমের ঘর থেকে দাউদাউ করে আগুনের শিখা বেরতে দেখা যায়। মুহূর্তের মধ্যে স্কুলজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
স্কুল সূত্রে জানা গিয়েছে, যে ঘরে আগুন লেগেছিল সেই ঘরেই রাখা ছিল বেশ কিছু পড়ুয়ার ব্যাগ। আগুন লেগে সেগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে মাল্টি জিমের বিভিন্ন সরঞ্জামও। আগুনের তীব্রতায় স্কুলের পুরনো অংশের দেওয়াল ও ছাদও আংশিকভাবে ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। প্রবল কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখা যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন ছড়িয়েছে বলে প্রাথমিক অনুমান। তবে তদন্ত চলছে বলে জানা গিয়েছে।
ঘটনার সময় স্কুলে বহু ছাত্রছাত্রী উপস্থিত থাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনও ছাত্র বা স্কুল শিক্ষক বা কর্মীর আহত হওয়ার খবর নেই। আগুনে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বিভাগ। আতঙ্কিত অভিভাবকরাও।
