আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের একাধিক জেলায় যখন আবাস যোজনার নামের তালিকা দিয়ে দুর্নীতির অভিযোগ তুলছেন কখনও বিরোধীরা আবার কখনও সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী আগেই নড়েচড়ে বসেছিলেন এই ঘটনায়। প্রতিটা জেলার জেলাশাসক, মহকুমা শাসককে নির্দেশ দিয়েছিলেন সঠিক উপভোক্তা যেন আবাস যোজনা ঘর থেকে কোনও ভাবে বঞ্চিত না হন।
এবার খোদ উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী, সন্দেশখালি ১, নম্বর ব্লকের বিডিও সায়ন্তন সেন সহ প্রশাসনিক আধিকারিকরা রবিবার বেড়মজুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের চুঁচুড়া ,খাসদহ সহ একাধিক গ্রামে আবাস যোজনার তালিকা পৌঁছে গেলেন সাধারণ মানুষের কাছে।
কখনও অটোয় চড়ে আবার কখনও পায়ে হেঁটে প্রত্যন্ত সুন্দরবনের গ্রামবাসীদের সাথে কথা বললেন আধিকারিকরা। ২০১৮ সালের আবাস যোজনা নামের তালিকা নিয়ে জেলাশাসক পৌঁছে গেলেন দুয়ারে। বিভিন্ন গ্রাম ঘুরে উপভক্তাদের সঙ্গে কথা বললেন তাঁরা। আশ্বাস দিলেন সঠিক উপভোক্তারাই আবাস যোজনার ঘর পাবে।
তার জন্যই এই পরিদর্শনে বেরোনো। এই পরিদর্শনের পর একটা বিষয় নিশ্চিত। এবার রাজ্য সরকার আবাস যোজনা নিয়ে কোন দুর্নীতি বরদাস্ত করবে না। জেলাশাসকের সরেজমিনে নামের তালিকা খতিয়ে দেখার মধ্য দিয়ে তা আরও স্পষ্ট হয়ে গেল রবিবার।
