আজকাল ওয়েবডেস্ক: জেলায় জেলায় হালকা শীতের আমেজ। তবে আপাতত ঊর্ধ্বমুখী হবে পারদ। ৩ নভেম্বর পর্যন্ত তাপমাত্রা আরও একটু বাড়তে পারে। এর ফলে শীতের আমেজ খানিকটা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে আগামী কয়েক দিন। শীতের আমেজ কিছুটা কমে যাওয়ার আশঙ্কা। বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আগামী কয়েক দিন উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ, কোথাও মেঘলা আকাশ থাকবে। বৃহস্পতিবার ও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুব কম। বৃষ্টির পর মেঘ কেটে গেলে আবারও তাপমাত্রা নামতে পারে।
বুধবার থেকে শুক্রবারের মধ্যে খুব হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। দার্জিলিং, কালিম্পংয়ের কিছু এলাকায় হালকা দু-এক পশলা বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে। ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।