আজকাল ওয়েবডেস্ক: অপেক্ষা করেও আসতে পারল না সন্তান। গর্ভস্থ অবস্থায় মায়ের সঙ্গে পুড়ে মরতে হল তাকেও। বীরভূমের মল্লারপুর থানার সাতবেড়িয়া গ্রামের একটি মাঠের কাছে উদ্ধার হল গর্ভবতী মায়ের দগ্ধ দেহ। দেহটি এতটাই পুড়ে গিয়েছে যে গর্ভস্থ শিশুর হাত-পা পর্যন্ত দেখা যাচ্ছে। অজ্ঞাত পরিচয় এই মহিলার দেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। উদ্ধারের পর দেহটি রামপুরহাট মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। 

 

 

প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ, পরিকল্পিতভাবে হত্যা করে ওই মহিলার দেহটি মাঠের পাশে ফেলে রাখা হয়েছে। পরিচয় গোপন করতেই পুড়িয়ে ফেলার ছক কষা হয়েছে বলে তাদের সন্দেহ। মাঠের পাশে যারা থাকেন সেই বাসিন্দাদের ছাড়াও ধারেকাছের গ্রামগুলিতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এক পুলিশ আধিকারিক বলেন, সবার আগে জানা দরকার মহিলার পরিচয়। কারণ, পরিচয় জানার পর সেই অনুযায়ী খোঁজ খবর করে দেখে খুনি বা খুনিদের সন্ধান পাওয়া যাবে। এক্ষেত্রে খোঁজ নিয়ে দেখা হচ্ছে এর মধ্যে কোনও মহিলা 'মিসিং' হয়েছেন কিনা। 

 

 

স্থানীয়রাও এই ঘটনায় হতবাক। নিষ্ঠুরভাবে এই গর্ভস্থ সন্তান-সহ মহিলার হত্যা নাড়া দিয়েছে তাদেরকেও। দ্রুত অপরাধী বা অপরাধীদের চিহ্নিত করে পুলিশের কাছে শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।