আজকাল ওয়েবডেস্ক: খেজুরিতে গেরুয়া শিবিরের সভা নিয়ে টালবাহানা চলছিল। তবে শুক্রবার কলকাতা হাইকোর্ট ওই সভায় শর্তসাপেক্ষ অনুমতি দিয়েছে। বিচারপতি জয় সেনগুপ্ত এই নির্দেশ দিয়েছেন। সভায় উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা, বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। ২ ডিসেম্বর খেজুরিতে সভা করার অনুমতি চেয়েছিল গেরুয়া শিবির। তবে পুলিশের পক্ষ থেকে সদুত্তর না আসায় তারা আদালতের দ্বারস্থ হয়। শুনানিতে একগুচ্ছ শর্ত সহ সভার অনুমতি দিয়েছে আদালত। বলা হয়েছে, শনিবার দুপুর ২টো থেকে ৫টার মধ্যে সভা হবে। একই সঙ্গে জানানো হয়েছে, সভা হতে হবে শান্তিপূর্ণ। কোনওরকম উস্কানিমূলক মন্তব্য করা যাবে না সভায়। উল্লেখ্য, এই সভার অনুমতি দেওয়ার সঙ্গেই আদালতের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, সভার অনুমতি পেতে কেন রাজ্যের বিরোধী দলকে বারবার আদালতের দ্বারস্থ হতে হচ্ছে।