আজকাল ওয়েবডেস্ক: কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক-পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় রবিবার রাজ্য জুড়ে প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর এই কর্মসূচি পালনকে ঘিরে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকে তৃণমূল কংগ্রেসের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল।
রবিবার সাগরদিঘি বিডিও অফিস সংলগ্ন এলাকায় মঞ্চ বেঁধে দলের ব্লক সভাপতি নূরে মেহেবুব আলম এবং সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের অনুগামীরা পৃথকভাবে এই কর্মসূচি পালন করলেন।
যদিও বিধায়ক এবং ব্লক সভাপতি, দু' জনেরই দাবি তাঁদেরকে দলের তরফে এই কর্মসূচি পালন করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। শনিবারও ব্লক সভাপতি নূরে মেহবুবের উদ্যোগে সাগরদিঘিতে, আর জি কর কাণ্ডের দোষীদের দ্রুত গ্রেপ্তারি এবং তাদের কঠোর শাস্তির দাবিতে একটি মিছিল অনুষ্ঠিত হয়। অন্যদিকে প্রায় একই সময়ে বাইরন বিশ্বাসের উপস্থিতিতে সাগরদিঘিতে আরেকটি মিছিল হয়।
রবিবার সকাল থেকে সাগরদিঘি ব্লক মোড়ের কাছে কয়েক' শ মিটার ব্যবধানে ব্লক সভাপতি এবং বিধায়কের অনুগামীরা দু' জনের উপস্থিতিতে দু' টি আলাদা মঞ্চ তৈরি করে আর জি কর কাণ্ডের প্রতিবাদ করছেন। উল্লেখ্য, সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে বাইরন বিশ্বাসের জয়ের পর সেখানে দু'বার তৃণমূলের ব্লক সভাপতি পরিবর্তন করা হয়েছে। বাইরন তৃণমূল কংগ্রেসের যোগদান করার পর তাঁর অনুগামী হিসেবে পরিচিত নূরে মেহবুব আলম সেখানে ব্লক সভাপতি হিসেবে মনোনীত হন। তবে বর্তমানে জেলা রাজনীতিতে বাইরন এবং নূরের সম্পর্ক আদায়-কাঁচকলায় বলেই স্থানীয়রা বলে থাকেন।
যদিও পৃথকভাবে মঞ্চ বেঁধে আন্দোলন করাকে বিশেষ গুরুত্ব দিতে রাজি নন বাইরন বিশ্বাস। তিনি বলেন, 'দলের তরফ থেকে প্রত্যেক বুথে এবং অঞ্চলে এই আন্দোলন করার নির্দেশ দেওয়া হয়েছে। তাই আমরা দল ভাগ করে আলাদা করে আন্দোলন করছি। আমরা ঐক্যবদ্ধই রয়েছি।' যদিও বিধায়কের ঠিক উল্টো সুরে বক্তব্য রেখেছেন ব্লক সভাপতি নূরে মেহবুব আলম। তিনি বলেন, 'রাজ্য এবং জেলা তৃণমূলের তরফ থেকে ব্লক তৃণমূল নেতৃত্বকে এই কর্মসূচি পালন করার দায়িত্ব দেওয়া হয়েছে এবং গাইডলাইন পাঠানো হয়েছে। বিধায়ককে আলাদা করে এই কর্মসূচি করার কোনও নির্দেশ দেওয়া হয়নি।'
তিনি বলেন, 'আমাদের মঞ্চে থাকার জন্য আমি সমস্ত ব্লক নেতৃত্ব এবং বিধায়ককে আমন্ত্রণ জানিয়েছিলাম। বিধায়ককে চারবার ফোন করলেও তিনি উত্তর দেননি। বিধায়ক নিজের প্রচার চান বলে আলাদা করে মঞ্চ তৈরি করে সেখানে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির সাথে নিজের ছবি দিয়ে আন্দোলন করছেন। কিন্তু আমাদের মঞ্চে শুধু মমতা ব্যানার্জির ছবি রয়েছে। উনি মমতা ব্যানার্জির ঠিক করে দেওয়া আন্দোলনে বিভেদ তৈরি করতে চাইছেন। বিধায়ক নিজের খুশি মত আন্দোলন করছেন।'
