আজকাল ওয়েবডেস্ক:‌ পেট্রাপোল সীমান্তে একটি ট্রাকের কেবিনে লুকিয়ে রাখা ছিল ১.‌২৭ কোটি টাকার প্রায় ২ কেজি সোনা। গোপন সূত্রে খবর পেয়ে সেই সোনা বাজেয়াপ্ত করেছে বিএসএফ। আটক করেছে এক পাচারকারীকেও। রবিবার পেট্রাপোলে ট্রাকে চেকিংয়ের এই সোনা উদ্ধার হয়। জানা গেছে বাংলাদেশ থেকে এই সোনা ভারতে পাচার করা হচ্ছিল। জানা গেছে, পাচারকারী ওই ট্রাকের চালক। নাম আবদুল জোহাব। ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে অভিযুক্ত। বাংলাদেশের এক নাগরিকের থেকে এই সোনা নিয়ে আসছিল বলে ধৃত স্বীকার করেছে। বনগাঁর এক ব্যক্তির কাছে ওই সোনা হস্তান্তর করার কথা ছিল।