আজকাল ওয়েবডেস্ক: অবসরের ঠিক আগে চাকরির মেয়াদ বাড়ল রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার। তিন মাসের জন্য এক্সটেনশন পেলেন তিনি। আগামী ৩১ মে অবসর নেওয়ার কথা ছিল গোপালিকার। কিন্তু বর্তমানে নির্বাচন চলছে। তার মধ্যেই সোমবার এক্সটেনশনের খবর পাওয়া গিয়েছে। এরপর তাঁর মেয়াদ থাকছে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।
চলতি বছর জানুয়ারি মাসে হরিকৃষ্ণ দ্বিবেদীর জায়গায় মুখ্যসচিব পদে এসেছিলেন গোপালিকা। এর আগে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের দায়িত্বও পালন করেছেন তিনি। নতুন পদে আসার পর তাঁরও অবসরের সময় এগিয়ে এসেছে। কিন্তু ভোটের কারণে তিন মাস এক্সটেনশন পেলেন রাজ্যের মুখ্যসচিব।
চলতি বছর জানুয়ারি মাসে হরিকৃষ্ণ দ্বিবেদীর জায়গায় মুখ্যসচিব পদে এসেছিলেন গোপালিকা। এর আগে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের দায়িত্বও পালন করেছেন তিনি। নতুন পদে আসার পর তাঁরও অবসরের সময় এগিয়ে এসেছে। কিন্তু ভোটের কারণে তিন মাস এক্সটেনশন পেলেন রাজ্যের মুখ্যসচিব।
