আজকাল ওয়েবডেস্ক : মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে ভাগীরথী পল্লির কাছে একটি পুকুরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য। পুলিশ সূত্রে খবর মৃত ব্যক্তির নাম সুরঞ্জন হালদার। বয়স ৪০। বালিঘাটা এলাকার বাসিন্দা সুরঞ্জনবাবুর সঙ্গে কয়েক বছর আগে ভাগীরথী পল্লির বাসিন্দা ঝুমকি হালদারের বিয়ে হয়। তাদের দুটি সন্তানও রয়েছে। স্থানীয় সূত্রে খবর, পারিবারিক বিবাদের জেরে বেশ কয়েক বছর আগে সুরঞ্জন বালিঘাটার বাড়ি ছেড়ে নিজের শ্বশুরবাড়িতে চলে আসে আসেন এবং সেখানেই থাকতেন। বৃহস্পতিবার সকালে বাড়ির কাছের একটি পুকুরে সুরঞ্জনের দেহ ভাসতে দেখেন এলাকাবাসী। এরপরই খবর দেওয়া হয় রঘুনাথগঞ্জ থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সুরঞ্জন হালদারের বাবা চরণ হালদার বলেন, ছেলের শ্বাশুড়ি এবং বউ খুন করে পুকুরে ফেলে দিয়েছে। যদিও মৃতের স্ত্রী ঝুমকি হালদার সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি চাই আমার স্বামীকে যে বা যারা খুন করেছে তাকে পুলিশ গ্রেফতার করুক। তদন্তে নেমেছে পুলিশ।