আজকাল ওয়েবডেস্ক: কালী ঠাকুর দেখে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত বাবা ও ছেলে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাগদার রামনগরের দর্গাতলা এলাকায়। মৃতদের নাম তাপস হালদার (৩২) ও তাঁর ছেলে রনি হালদার (৯)। বাগদার রামনগর মামাভাগ্না বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা ছিলেন তাপস। জানা গেছে, কালী পুজো উপলক্ষে তাপসবাবু স্ত্রী ও ছেলেকে নিয়ে বাগদার মেহেরানিতে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। ঠাকুর দেখে বাইকে করে স্ত্রী, ছেলে ও শালীকে সঙ্গে নিয়ে ফিরছিলেন তাপস। দর্গাতলা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাইকটি। গুরুতর আহত হন চার জন। বাগদা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। স্ত্রী ও শালী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। প্রসঙ্গত, তাপস কর্মসূত্রে উত্তরপ্রদেশ থাকতেন। পুজোর ছুটিতে বাড়ি এসেছিলেন।
