আজকাল ওয়েবডেস্ক: রাম মন্দিরের উদ্বোধন হল সোমবার। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রাণ প্রতিষ্ঠা হল রাম লালার। এদিনে বিনামূল্যে সকলকে খাবার খাওয়াচ্ছেন শিলিগুড়ির রাহুল। তিনি নিজে একজন ধোসা বিক্রেতা। কিন্তু কেন এই উদ্যোগ? এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে রাহুল জানিয়েছেন, বিশেষ দিনে মানুষকে একত্রিত করার এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়ার জন্যই এই উদ্যোগ নিয়েছেন তিনি। বলছেন, "রাম এসে গিয়েছেন, তিনি আমাদের সকলের দেখাশোনা করবেন, অবসান হবে উদ্বেগের। সকলকে আহ্বান জানিয়েছেন, তাঁরা দোকানের খাবার খাওয়ার জন্য। তাতে ক্ষতি নয়, বরং মনে করছেন দীর্ঘ সময়ের প্রতীক্ষা এবং ত্যাগে এটা তার সামান্য অবদান।