আজকাল ওয়েবডেস্ক: জয়নগরে নাবালিকার খুন এবং ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে ফাঁসির সাজা দিল বারুইপুরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন ফাস্ট ট্র্যাক কোর্ট। ঘটনায় অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করা হয়েছিল বৃহস্পতিবারেই। জানানো হয়েছিল, শুক্রবার সাজা ঘোষণা করা হবে। সেই মতই এদিন অভিযুক্তের ফাঁসির সাজা ঘোষণা করেন বারুইপুর ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারপতি সুব্রত চ্যাটার্জি। ঘটনার ৬২ দিনের মাথায় সাজা ঘোষণা করল আদালত। উল্লেখ্য, চলতি বছরের ৪ অক্টোবর চতুর্থ শ্রেণীর ছাত্রী জয়নগরের কৃপাখালির বাসিন্দা নাবালিকা নিখোঁজ হয়ে যায়।
বাড়ির লোকের সঙ্গে তল্লাশি চালাতে থাকে স্থানীয় কুলতলি থানার পুলিশ। শেষপর্যন্ত বাড়ির থেকে এক কিলোমিটার দূরত্বের মধ্যেই একটি পুকুর থেকে উদ্ধার হয় নাবালিকার দেহ। রাতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মুস্তাকিনকে। ঘটনার জেরে ক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ও পুলিশ ফাঁড়িতে আগুন লাগিয়ে দেয়। জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে জনতার সঙ্গে আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী।
পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্তে ৭ অক্টোবর একটি সিট গঠন করে পুলিশ। তদন্ত করে ঘটনার ২৫ দিনের মাথায় ৩০ অক্টোবর চার্জশিট জমা দেওয়া হয় বারুইপুর আদালতে। শুরু হয় ফাস্ট ট্র্যাক আদালতে বিচার। মামলায় সাক্ষ্য দেন ৩৬ জন। শেষপর্যন্ত সব পক্ষের বক্তব্য শুনে ও তথ্য প্রমাণ খতিয়ে দেখে বৃহস্পতিবার ৫ ডিসেম্বর বারুইপুর পকসো আদালত মুস্তাকিনকে দোষী সাব্যস্ত করে। তারপরের দিনই ফাঁসির সাজা ঘোষণা করল আদালত।
