আজকাল ওয়েবডেস্ক: কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় গলসি থেকে একজনকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, ধৃতের নাম আফরোজ খান ওরফে গুলজার খান। সে বাইক নিয়ে বিহারের জামুই যাওয়ার চেষ্টা করছিল। খবর পেয়ে গলসিতে পুলিশ তার গাড়ি আটকায়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করতে গলসিতে পৌঁছেছে কলকাতা পুলিশের একটি দল।
প্রসঙ্গত, শুক্রবার ভর সন্ধ্যায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালাতে চেষ্টা করে এক দুষ্কৃতী। কসবায় নিজের পাড়ার দলীয় অফিসের কাছেই বসেছিলেন সুশান্ত। হঠাৎই দুজন দুষ্কৃতী স্কুটিতে করে ঘটনাস্থলে আসে। পিছনে যে বসে ছিল সেই ব্যক্তি কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালাতে চেষ্টা করে। কিন্তু শেষপর্যন্ত বন্দুক থেকে গুলি না বেরোনোর ফলে রক্ষা পান সুশান্ত। পালাতে যায় দুষ্কৃতীরা। কিন্তু তাড়া করে একজনকে ধরে ফেলেন এলাকার বাসিন্দারা। আরেকজনের খোঁজ চালাতে থাকে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেখা যায় বাইকে করে হাওড়া পার করে বর্ধমানের দিকে পালাচ্ছে আফরোজ ওরফে গুলজার। সেই মোতাবেক কলকাতা পুলিশ বর্ধমান পুলিশকে সতর্ক করে। বাইক নম্বর দিয়ে গলসি থানাকে সতর্ক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলা ২ টো ১১ মিনিট মেসেজ দেন পূর্ব বর্ধমানের জেলা পুলিশ সুপার সায়ক দাস। তারপর ১৯ নম্বর জাতীয় সড়কের গলসির উড়োচটিতে নাকা চেকিং করে গলসি থানার পুলিশ ৩টে ২০ মিনিটে আটক করে গুলজারকে।
