আজকাল ওয়েবডেস্ক: স্ত্রী'র লাঞ্ছনার প্রতিবাদ। ক্যান্সার আক্রান্ত প্রাক্তন পুলিশকর্মীকে মারধর দুষ্কৃতীদের। ঘটনাস্থল নৈহাটি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে। এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে নৈহাটি থানায়।
জানা গিয়েছে, শুক্রবার সকালে ওই ওয়ার্ডের অরবিন্দ পল্লির বাসিন্দা এক গৃহবধূ তাঁর বান্ধবীর সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন। পাড়ার একটি মাঠে যখন হাঁটছিলেন তখন রাস্তার পাশে দাঁড়িয়ে দুই যুবক চিৎকার করে ফোনে কাউকে গালিগালাজ করছিলেন।
প্রকাশ্য স্থানে এভাবে গালিগালাজের জন্য ওই গৃহবধূ ও তাঁর বান্ধবী প্রতিবাদ করেন। না থেমে উল্টে ওই দুই যুবক তাঁদেরকেও গালাগালি দিতে দিতে আচমকা চড়াও হয়। চুলের মুঠি ধরে তাঁদের মারতে থাকে। মারের হাত থেকে বাঁচতে দুই মহিলা তাঁদের বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলে পেছনে ধাওয়া করে তাঁদের বাড়ি পর্যন্ত পৌঁছে সেখানেও তাঁদের ওপর চড়াও হয় ওই দুই যুবক।
আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে ক্যান্সার আক্রান্ত ওই গৃহবধূর স্বামী প্রাক্তন পুলিশকর্মী তাঁদের বাঁচাতে গেলে তাঁর ওপরেও দুই যুবক চড়াও হয়ে তাঁকে মারধর করে বলে অভিযোগ। ঘটনার পর থেকেই দুই যুবক বেপাত্তা। তাদের খোঁজ করছে পুলিশ। নৈহাটির (শহর) তৃণমূল কংগ্রেস সভাপতি সনৎ দে ঘটনার নিন্দা করে জানিয়েছেন, পুলিশকে বলা হয়েছে দ্রুত আইনি পদক্ষেপ নিতে।
