আজকাল ওয়েবডেস্ক: শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় সকাল থেকে তোলপাড় হুগলির গুপ্তিপাড়া। মাত্র চার বছরের শিশু কীভাবে সকাল আটটা থেকে উধাও হয়ে গেল, সেটা ঠাওর করে উঠতে পারছে না পরিবার। প্রশাসনও এখনও এই ঘটনার কোনও সূত্র খুঁজে পায়নি। তবে, নিখোঁজ শিশুর সন্ধানে এলাকায় কার্যত চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। এলাকায় ওড়ানো হচ্ছে ড্রোন। 

 

 

পরিবারের তরফ থেকে জানা গিয়েছে, শনিবার সকাল আটটার পর থেকে নিখোঁজ হয়ে যায় শিশুটি। নিখোঁজ হওয়ার সময় তার গায়ে ছিল নীল রঙের সোয়েটার ও জিন্সের হাফপ্যান্ট।পরিবারের লোকেরা আশেপাশে শিশুটির খোঁজ না পেয়ে দ্রুত খবর দেয় পুলিশে। দ্রুত ব্যবস্থা নেয় পুলিশও। অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন ব্যবহার করে সন্ধান করা হয় শিশুর। শনিবার রাত পর্যন্ত যদিও শিশুটির সন্ধান পায়নি। 

 

 

বর্তমানে অপরাধী শনাক্ত করতে এই ড্রোনের ব্যবহার করছে পুলিশ। এক্ষেত্রেও এলাকার প্রতিটি কোণ খতিয়ে দেখা হচ্ছে, বিশেষ করে দেখা হচ্ছে ঘন গাছপালা ও জনবসতিহীন জায়গাগুলো। এ ছাড়া স্থানীয় এলাকায় থাকা কয়েকটি বড় ডোবা ও পুকুরে বিশেষভাবে তল্লাশি চালানো হয়েছে। জানা গিয়েছে, পুলিশকর্মীরা নিজেরাই জলে নেমে তল্লাশি চালাচ্ছেন। 

 

 

গোটা ঘটনা হুগলি গ্রামীণের পুলিশ সুপার, বলাগড়ের সিআই এবং গুপ্তিপাড়া থানার ওসি-র নজরদারিতে চলছে। রয়েছে বিশাল পুলিশবাহিনী। এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে। মাইকিং করে চাওয়া হচ্ছে সাধারণ মানুষের সহায়তা।