আজকাল ওয়েবডেস্ক: পুজোর পরেই ফের রাজ্যে ভোটের হাওয়া। মঙ্গলাবার মহারাষ্ট্র-ঝাড়খণ্ডের ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গেই নির্বাচন কমিশন জানিয়ে দিল বাংলা-সহ একাধিক রাজ্যের মোট ৪৮ আসনে বিধানসভা-লোকসভা ভোটের উপনির্বাচন। উত্তরাখণ্ড এবং মহারাষ্ট্রের দুটি কেন্দ্রে উপনির্বাচন হবে ২০ নভেম্বর। বাকি সব কেন্দ্রে উপনির্বাচন হবে ১৩ নভেম্বর।


এই ছটি আসনের মধ্যে ৫টি আসনে ভোটে জিতেছিল তৃণমূল। তাঁরা বিধায়ক পদ ছেড়ে লড়াই করেন লোকসভা ভোটে। বিজেপির তৎকালীন বিধায়ক মনোজ টিগগাও লোকসভা ভোটে লড়েন। মনোজের ছেড়ে যাওয়া ওই আসনেও ভোট হবে। ভোট গণনা ২৩ তারিখ। মঙ্গলবার নির্বাচন কমিশন জানায়, একদফায় ভোট হবে মহারাষ্ট্রে। ২০ নভেম্বর ভোট সে রাজ্যে। গণনা ২৩ নভেম্বর। মনোনয়ন জমা শুরু ২২ অক্টোবর, শেষ দিন ২৯ অক্টোবর।

ভোট হবে সে রাজ্যেও। ঝাড়খণ্ডে ভোট দু' দফায়। ১৩ নভেম্বর এবং ২০ নভেম্বর ভোট হবে হেমন্ত সোরেনের রাজ্যে। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার এই দু’ রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করেন। একই সঙ্গে দুই রাজ্যের ভোটারদের ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। জানিয়েছেন ভোট হবে উৎসবের মেজাজে, ভোট হবে অবাধ-স্বচ্ছ।