আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানা এলাকা থেকে সাগরদিঘি থানার মণিগ্রামে রাজমিস্ত্রির কাজ করতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনায় আহত হয়েছেন আরও দুই ব্যক্তি। আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে বাইকে করে নবগ্রামের চানক থেকে তিন যুবক সাগরদিঘির মনিগ্রাম এলাকায় রাজমিস্ত্রির কাজ করতে যাচ্ছিলেন। সাগরদিঘি থানার মিল্কি এলাকায় পৌঁছে তাঁরা স্থানীয় একটি পেট্রোল পাম্পে যান তেল ভরানোর জন্য।

পেট্রোল পাম্প থেকে বেরিয়ে মণিগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করতেই সিমেন্ট ভর্তি একটি ডাম্পার উল্টো দিক থেকে এসে বাইকটিকে ধাক্কা মারে। ঘটনায় তিনজনেই গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় তাঁদের তড়িঘড়ি সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বাকি দুই যুবককে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে। ডাম্পারটিকে আটক করা হলেও চালক এখনও পলাতক বলে জানিয়েছে পুলিশ।