আজকাল ওয়েবডেস্ক: রবিবার এলেন, তবে সভায় পৌঁছতে পারলেন না।অতএব দার্জিলিংয়ের সভায় ফোনে পৌঁছল তাঁর বার্তা। ফিরে গেলেন শিলিগুড়ি থেকেই। কারণ ছিল প্রতিকূল আবহাওয়া। তবে সেই ঘটনার ঘন্টাখানেকের মধ্যেই জানা গেল, রবিবার ফিরে গেলেও ফের মঙ্গলে বঙ্গে আসছেন শাহ। সূত্রের খবর, ২৩ এপ্রিল, একই দিনে ইংলিশবাজার এবং করণদিঘিতে সভা করবেন তিনি। শেষ মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে।
উল্লেখ্য, রবিবার দার্জিলিংয়ে সভার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তবে পৌঁছতে না পারার জন্য, তিনি ফোন মারফত বার্তা পাঠান সভায় উপস্থিত সকলের জন্য। পাহাড়ে শান্তি বজায় রাখতে গেরুয়া শিবিরের প্রার্থীকে নির্বাচনে জয়ী করার বার্তা দিয়েছেন শাহ। সূত্রের খবর, নির্বাচনী প্রচারে ফের মঙ্গলবার আসছেন তিনি।
উল্লেখ্য, রবিবার দার্জিলিংয়ে সভার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তবে পৌঁছতে না পারার জন্য, তিনি ফোন মারফত বার্তা পাঠান সভায় উপস্থিত সকলের জন্য। পাহাড়ে শান্তি বজায় রাখতে গেরুয়া শিবিরের প্রার্থীকে নির্বাচনে জয়ী করার বার্তা দিয়েছেন শাহ। সূত্রের খবর, নির্বাচনী প্রচারে ফের মঙ্গলবার আসছেন তিনি।
