ঘর জুড়ে লালচে আলো। চোখে সানগ্লাস পরে রেট্রো লুকে রান্না করছেন অভিনেত্রী সোহিনী সরকার। কী রান্না হচ্ছে? চোখ পড়তেই চমক উঠতে হয়! শিরদাঁড়া বেয়ে ঠান্ডা রক্তের স্রোত বয়ে যাবে যেন! জ্যান্ত মানুষের শরীরে মশলা মাখাচ্ছেন অভিনেত্রী। তৈরি হবে কোর্মা! এই সময় সোহিনীর রান্নায় আবার সাহায্য করতে এলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। 

 


তিনি আরও এককাঠি উপরে। সোহিনীকে ধীমে আঁচে রান্না করার পরামর্শ দিলেন। যাতে হাড় থেকে মাংসগুলো ঝরে ঝরে পড়ে! ব্যস, এতটুকুই। প্রকাশ্যে এল হইচই-এর আগামী সিরিজ 'কার্মা কোর্মা'র প্রি-টিজার। সিরিজ পরিচালনায় প্রতীম ডি গুপ্ত। এই ঝলক দেখে তুমুল উত্তেজনা ছড়িয়েছে নেটপাড়ায়। দুই অভিনেত্রীর এমন ভয়ঙ্কর কান্ডকারখানা দেখে তাজ্জব দর্শক। 

 


কিছুদিন আগেই সমাজমাধ্যমে ফাঁস হয়েছিল সোহিনী ও ঋতাভরীর কথোপকথনের স্ক্রিনশট। 
'আমি আর নিতে পারছি না', বন্ধু ঋতাভরী চক্রবর্তীর কাছে গুরুতর অভিযোগ সোহিনী সরকারের! ভাইরাল দুই অভিনেত্রীর কথপোকথন। কিন্তু কার নামে এমন অভিযোগ আনলেন সোহিনী? তবে কি অভিনেত্রীর দাম্পত্যে কোনও সমস্যা হল? 

 

 

কী ঘটেছিল? যে ছবিটি ভাইরাল হয়েছিল সেখানে দেখা যাচ্ছে সোহিনী সরকার ঋতাভরী চক্রবর্তীকে লিখেছেন, 'ফ্রি আছিস রে? আমি তোর বাড়ি আসছি। ও আবার আমার সাথে ওরম করল। সবার সামনে। আমি আর মেনে নিতে পারছি না।' জবাবে ঋতাভরী লেখেন, 'আসো। চলে আসো। শান্ত হও। চিন্তা করো না আমার এদিকেও একই অবস্থা। তুমি আসো কিছু একটা সলিউশন বের করে নেব আমরা।' আরও দীর্ঘায়িত হয় তাঁদের চ্যাট। কিন্তু ভাবছেন, এসব কী? কার ব্যাপারেই বা এসব কথা বলছেন দুজনে? আসলে পুরোটাই পাবলিসিটি স্টান্ট। 

 


সামনেই মুক্তি পাচ্ছে তাঁদের নতুন সিরিজ 'কার্মা কোর্মা'। সেই সিরিজের প্রচারের জন্যই তাঁরা এই কথপোকথনের স্ক্রিনশট নিজেরাই ভাইরাল করেছেন। ছবিটি পোস্ট করে ঋতাভরী লেখেন, 'হুশশশ...' 

 


ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে 'কার্মা কোর্মা' সিরিজের পোস্টারও। সেখানে সোহিনী সরকারকে তাঁর ব্যাগ আঁকড়ে ভয়ে ভয়ে ঋতাভরীর দিকে তাকিয়ে আছেন। অন্যদিকে ঋতাভরী শাড়ির উপর জ্যাকেট পরে, ছাতা হাতে দাঁড়িয়ে আছেন। এই পোস্টার পোস্ট করে লেখা হয়েছে, 'রান্নায় এবার শুধু স্বাদ নয়, কর্মফলও। আসছে 'কার্মা কোর্মা'।' হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজটি। 

 


'কার্মা কোর্মা'তে ঋতাভরী এবং সোহিনী ছাড়াও মুখ্য ভূমিকায় দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। প্রতীম ডি গুপ্ত সিরিজটির পরিচালনা করেছেন। ডিসেম্বর থেকে স্ট্রিম করা শুরু হবে। সিরিজে পুলিশের ভূমিকায় দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। তাঁর চরিত্রের নাম 'ভূপেন ভাদুড়ি'। এটি একটি আদ্যোপান্ত মার্ডার মিস্ট্রি হতে চলেছে। খুনের তদন্ত করতে গিয়েই দুই নায়িকার সঙ্গে আলাপ ঘটবে ভূপেন ভাদুড়ির। তারপর কী ঘটে সেটা সিরিজেই দেখা যাবে। এখনও জানানো হয় মুক্তির দিন। বা অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় কাদের দেখা যাবে। 

 


বর্তমানে সদ্যই মুক্তি পেয়েছে প্রতীম ডি গুপ্ত পরিচালিত ছবি 'রান্নাবাটি'। সেখানেও মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে। তাঁর সঙ্গে রয়েছেন সোহিনী সরকারও। আছেন শোলাঙ্কি রায়, ইদা দাশগুপ্ত, প্রমুখ। দর্শকদের থেকে ভালই প্রতিক্রিয়া পাচ্ছে এই ছবি।