D দিয়ে নামের শুরু! মানুষ হিসাবে কি আপনি আদৌ ভাল? রইল দোষ-গুণের তালিকা
নিজস্ব সংবাদদাতা
১৫ নভেম্বর ২০২৫ ১৮ : ২৫
শেয়ার করুন
1
5
নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। জ্যোতিষশাস্ত্র মতে, কারও নামের প্রথম অক্ষর তার স্বভাব, ব্যক্তিত্ব ও প্রেমজীবনে গভীর প্রভাব ফেলে। জেনে নেওয়া যাক D অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের স্বভাব, ব্যক্তিত্ব ও প্রেমজীবন সম্পর্কে। জ্যোতিষী এবং বাস্তু বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা জানাচ্ছেন যাঁদের নাম D দিয়ে শুরু, তাঁদের মধ্যে কী বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়।
2
5
D দিয়ে নামধারীরা সব সময় নিজের লক্ষ্য অর্জনের জন্য পরিশ্রম করেন। তাঁরা কোনও কাজে সহজে আপস করেন না এবং সাফল্যের জন্য সম্পূর্ণভাবে নিবেদিত থাকেন। কখনওই হাল ছেড়ে দেওয়ার কথা ভাবেন না। ব্যর্থতায় মন খারাপ হলেও তাঁরা ভেঙে পড়েন না, কারণ তাঁদের বিশ্বাস—পরিশ্রমের ফল একদিন না একদিন অবশ্যই মেলে।
3
5
এই নামের মানুষেরা তাদের জেদের জন্যও পরিচিত। কোনও কাজ যদি তাঁরা পছন্দ করে ফেলেন, তবে তা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বিরতি নেন না। যতই কষ্ট হোক, তাঁরা নিজের সিদ্ধান্তে অবিচল থাকেন। কাজের প্রতি সততা, মনোযোগ এবং পরিশ্রমই তাঁদের জীবনে সাফল্যের পথে এগিয়ে দেয়।
4
5
D দিয়ে নামের মানুষেরা প্রেমের ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল এবং আবেগপ্রবণ। তাঁরা বিশ্বাস করেন, ভালবাসলে সম্পূর্ণ মন-প্রাণ দিয়ে ভালবাসা উচিত। সঙ্গীর সুখকে সর্বাগ্রে রাখেন এবং সম্পর্কের প্রতি নিজেদের সর্বোচ্চটাই দিতে চেষ্টা করেন। একবার কারও প্রেমে পড়লে আজীবন সেই সম্পর্ক ধরে রাখার চেষ্টা করেন।
5
5
তবে মাঝে মাঝে প্রেমে একটু জেদও দেখা যায়। যাঁকে তাঁরা ভালবাসেন, তাঁকে জীবনে পাওয়াটা তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জেদ এবং ভালবাসার প্রতি গভীর সমর্পণই তাঁদের সম্পর্ককে দৃঢ় করে তোলে।