বলিউডের ইতিহাসে ধর্মেন্দ্র ও হেমা মালিনী-এই নাম দুটো মানেই এক মায়াময় জুটি। পর্দার সামনে যেমন রসায়ন, তেমনি বাস্তব জীবনে ভালবাসা, সব মিলিয়ে এই জুটি রূপকথার মতো। তাঁদের জুটির গানগুলো আজও একইভাবে হৃদয়ে বাজে। দেখে নেওয়া যাক সেই অমর সুরের কিছু মুহূর্ত!
2
9
কিতনে দিন আঁখে তরসেঙ্গি (নয়া জমানা ): বিচ্ছেদের বেদনাকে ছুঁয়ে যাওয়া এক মেলোডিয়াস ডুয়েট। কিশোর কুমার ও লতা মঙ্গেশকরের কণ্ঠে ধনঞ্জয়ের আবেগ আর হেমার কোমল অভিব্যক্তি, দু’য়ে মিলে তৈরি করেছে এক অমলিন রোম্যান্টিক মুহূর্ত।
3
9
‘অরে জিন্দেগি হ্যায় খেল’ (সীতা ঔর গীতা): জীবনের উত্থান-পতনকে আনন্দে গ্রহণ করার এক প্রাণবন্ত গান। হেমার ডাবল রোলে ঝলমলে উপস্থিতি আর ধর্মেন্দ্রর প্রাণখোলা হাসি গানটিকে করে তুলেছিল জীবন্ত।
4
9
‘এ বি সি ডি ছোড়ো’ (রাজা জানি): হালকা মেজাজের এক রোম্যান্টিক ডুয়েট যেখানে ধর্মেন্দ্র হেমাকে মিষ্টি ঠাট্টায় জড়িয়ে ফেলছেন। তাঁদের রসায়নততটাই মজার, যতটা পর্দায় আকর্ষণীয়।
5
9
‘গির গয়া ঝুমকা’ (জুগনু): এক আনন্দময় রোম্যান্টিক মুহূর্ত-গানের সুর, দৃশ্য আর তাঁদের দুষ্টুমি আজও মন কাড়ে।
6
9
‘আ বাতা দে’ (দোস্ত): এই গানে ধনঞ্জয় ও হেমার পর্দার রোম্যান্স ছুঁয়ে যায় হৃদয়। কোমল সুর আর চোখের ভাষাই এই গানকে করেছে চিরকালীন।
7
9
‘ম্যায় জাট ইয়মলা’ (প্রতিজ্ঞা): ধনঞ্জয়ের মজাদার ও প্রাণবন্ত উপস্থিতি আর হেমার ঝলক মিলে তৈরি করেছে অনাবিল মজা!
8
9
‘কোই হাসিনা’ (শোলে): বলিউডের ইতিহাসে অন্যতম প্রতীকী রোম্যান্স। গব্বর সিংয়ের আতঙ্কের মাঝেও বীরু ও বসন্তীর প্রেম ফুটে উঠেছে এই গানে।
9
9
‘কিসি শায়ের কি গজল’ ( ড্রিম গার্ল): এই গানেই যেন হেমা মালিনী হয়ে উঠলেন সত্যিকারের Dream Girl। ধনঞ্জয়ের ভালোবাসায় মিশে থাকা কবিতার মতো সুর আজও ভেসে বেড়ায় দর্শকদের মনে।