আপনার রাশিই বলে দেবে আপনার মধ্যে নেত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা! কোন ৫ রাশির জাতিকাদের মধ্যে সহজাতভাবেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে? না, কেবল রাজনীতির আঙিনায় নয়, ব্যবসা, সাংসারিক জীবন বা অন্যত্রও এঁরা নেতৃত্ব দিয়ে থাকেন।
2
6
মেষ: এই রাশির জাতিকারা নির্ভয় হয়। কারও অনুমতি নেওয়ার অপেক্ষা করেন না এঁরা, নিজেরা বিবেচনা করে যেটা ঠিক মনে করেন সেটাই করেন। অন্যদের অনুপ্রেরণা জোগায় এঁদের কাজ। নিজেদের উদ্যোগে নতুন কাজ করেন।
3
6
সিংহ: এঁরা অত্যন্ত কনফিডেন্ট হন। যে কাজ করেন ভালবেসে করেন। এঁরা সহজেই চট করে সকলের নজর কাড়েন, ব্যক্তিত্বের গুণে মুগ্ধ করেন। অন্যদের সাহস এবং অনুপ্রেরণা জোগায় সিংহ রাশির জাতিকারা।
4
6
মকর: এই রাশির জাতিকারা অত্যন্ত নিয়ম-শৃঙ্খলা মেনে চলেন। এঁদের বাস্তববুদ্ধি, শান্ত ধীরভাবে কাজ করার ধরন এঁদের আরও শক্তি জোগায়। নির্ভরযোগ্য করে তোলে বাকিদের কাছে।
5
6
বৃশ্চিক: এঁরা নিশ্চুপ নেতৃত্ব দেয়। কিন্তু এঁদের বুদ্ধি, বিবেচনা তুখোড় হয়। এই রাশির জাতিকারা প্রয়োজনে নিজেদের বদলাতে পিছপা হন না।
6
6
কুম্ভ: এঁদের ভাবনা চিন্তা এঁদের এগিয়ে রাখে। স্বাধীনচেতা হন, একই সঙ্গে সৃজনশীল। ছকের বাইরে বেরিয়ে ভাবতে জানেন। কোনও চ্যালেঞ্জ এলে দৃঢ়তার সঙ্গে সেটার মোকাবিলা করেন।