তিনদিনের চেষ্টার পর মিলল সাফল্য। কুলতলির রয়্যাল বেঙ্গল টাইগারকে জঙ্গলে পাঠাল বনদপ্তর। পটকা ফাটিয়ে কুলতলির লোকালয় থেকে বাঘকে তাড়িয়ে দিল বনদপ্তরের কর্মীরা। সোমবার সকালে নদী সাঁতরে আজমলমারির জঙ্গলে ফিরে গেল বাঘটি।